আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একমাত্র ভারতই নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। ভ্রমণের ধকল পোহাতে না হওয়ায় এমনিতেই চাঙা থাকার কথা রোহিত–কোহলিদের। এর সঙ্গে দুবাইয়ের কন্ডিশন ও পিচ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার ব্যাপার তো আছেই।
ভারতের এই বাড়তি সুবিধা পাওয়া নিয়ে চারদিকে চলছে বিতর্ক। সেই বিতর্কের রেশ থাকতেই ইনজামাম–উল–হক ভারতীয়দের নিয়ে কড়া সমালোচনায় মুখর হলেন। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান সামনে আনলেন আইপিএল প্রসঙ্গ।
বিশ্বের নামিদামি ক্রিকেটাররা আইপিএলে খেললেও ভারতীয় ক্রিকেটারদের বাইরের কোনো লিগে খেলতে দেয় না দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজামাম মনে করেন, অন্য সব দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার না পাঠানো।
পাকিস্তানকে দুবাইয়ে গিয়ে ভারতের বিপক্ষে খেলে আসতে হয়েছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বরবাদ ও জংলির টিকিট চাইলেন ইমরান, পেলেন না একটিরও
ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো তুমুলভাবে দর্শক টানছে। ফলে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ইমরানও।
বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।
তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”
সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক।
ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী।