ঢাকার সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতা হত্যা মামলায় বিল্লাল হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ মাদক কারবারির অভিযোগ রয়েছে।

রবিবার (২ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল হোসেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর বাসিন্দা। তিনি ডেন্ডাবর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে হত্যা, চুরিসহ নানা মামলা রয়েছে। তিনি এক সময় বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে তিনি বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। কিনেছেন অন্তত সাতটি বাড়ি। হয়েছেন অন্তত ৫০ কোটি টাকার মালিক। 

প্রায় ২৩ বছর আগে চুরির মামলা থেকে শুরু করে পরবর্তীতে আশুলিয়াসহ রাজধানীর বেশ কয়েকটি থানায় বিল্লালের নামে মাদক, হত্যা, চুরি ও মারধরের অভিযোগে মামলা হয়। এর মধ্যে আশুলিয়া থানায় ২০০৬ সালে হত্যা মামলা, ২০১১ সালে একই থানায় চুরি ও প্রাণনাশের হুমকির মামলা, ২০১৪ সালে সবুজবাগ থানায় কর্মচারী দিয়ে মোটরসাইকেল চুরিসহ প্ররোচনার মামলা;

২০১৮ সালে রাজধানীর দারুস সালাম থানায় মাদক মামলার আসামি হন তিনি। মামলায় গ্রেপ্তার হলেও কারাগারে বসেই নিজের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জালাল উদ্দিন বলেন, “গতকাল রাত ১০টার দিকে নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। তাকে সাত দিনের রিমান্ডে চাওয়া হবে।”

ঢাকা/সাব্বির/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এই কঠিন সময়ে ঐক্য ধরে রাখা প্রয়োজন: ঢাবি উপাচার্য

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির ঐক্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান।

উপাচার্য বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। এক অর্থে জাতির জন্য এটি একটি ক্রান্তিকাল। এই সময়ে আমাদের ঐক্য ধরে রাখা একান্তই প্রয়োজন।’

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে নিয়াজ আহমেদ খান এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য পরম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও মমতার দিন। এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁদের সেই চূড়ান্ত আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে।

নিয়াজ আহমেদ খান বলেন, যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ করেছে এবং সাহস জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় জাতি ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।

উপাচার্য আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আজও জাতির ঐক্য ধরে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। একই সঙ্গে ১৯৫২, ১৯৬৮, ১৯৬৯, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন–সংগ্রামে যাঁরা রক্ত ও জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন, তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৫২ থেকে ২০২৪—এর প্রতিটি দিন ও ঘটনাপ্রবাহ জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। এর কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। এ ইতিহাসই যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, আর বর্তমান সময়ে সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন।

সম্পর্কিত নিবন্ধ