সাভারে ছাত্রজনতা হত্যা মামলায় আলোচিত বিল্লাল গ্রেপ্তার
Published: 2nd, March 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতা হত্যা মামলায় বিল্লাল হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ মাদক কারবারির অভিযোগ রয়েছে।
রবিবার (২ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর বাসিন্দা। তিনি ডেন্ডাবর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে হত্যা, চুরিসহ নানা মামলা রয়েছে। তিনি এক সময় বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে তিনি বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। কিনেছেন অন্তত সাতটি বাড়ি। হয়েছেন অন্তত ৫০ কোটি টাকার মালিক।
প্রায় ২৩ বছর আগে চুরির মামলা থেকে শুরু করে পরবর্তীতে আশুলিয়াসহ রাজধানীর বেশ কয়েকটি থানায় বিল্লালের নামে মাদক, হত্যা, চুরি ও মারধরের অভিযোগে মামলা হয়। এর মধ্যে আশুলিয়া থানায় ২০০৬ সালে হত্যা মামলা, ২০১১ সালে একই থানায় চুরি ও প্রাণনাশের হুমকির মামলা, ২০১৪ সালে সবুজবাগ থানায় কর্মচারী দিয়ে মোটরসাইকেল চুরিসহ প্ররোচনার মামলা;
২০১৮ সালে রাজধানীর দারুস সালাম থানায় মাদক মামলার আসামি হন তিনি। মামলায় গ্রেপ্তার হলেও কারাগারে বসেই নিজের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/সাব্বির/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানের সময় নিহত সুমাইয়ার বাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ
ছাত্রজনতার আন্দোলনে গত বছরের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদিতে ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান গার্মেন্টসকর্মী সুমাইয়ার আক্তার। তার পরিবার ও শিশু সুয়াইবার সঙ্গে ঈদুল ফিতরের দিন (সোমবার) দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুলাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত জামিল। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম শহীদ সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থ সহায়তা করেন।
সিদ্ধিরগঞ্জের পাইনাদিতে গত বছরের জুলাই মাসে ছাত্রজনতার গণআন্দোলনে ঘরের বরান্দায় দাঁড়িয়ে থাকা গার্মেন্টর্কমী সুমাইয়া আক্তার (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। মারা যাওয়ার সময় সুমাইয়া আড়াই মাস বয়সী একটি কন্যা সন্তান রেখে যান। মা হারা সেই সুয়াইবার প্রথম ঈদ কাটলো আজ। এখন সুয়াইবার বয়স প্রায় ১০ মাস।
সুয়াইবার বাবা জাহিদও তার কোনো খোঁজখবর নিচ্ছেন না বলে জানিয়েছেন সুমাইয়ার পরিবার। এজন্যই মা-বাবাহীন সুয়াইবার ঈদ কাটছে নানি-খালা-মামার স্নেহ ভালবাসায়। দেশব্যাপী ছাত্র-জনতা যখন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জের পাইনাদিতে বাবা মায়ের কাছে বেড়াতে এসেছিলেন সুমাইয়া তার শিশু সুয়াইবাকে নিয়ে। আন্দোলনের সময় বাড়ির চার তলায় শিশু সুয়াইবাকে ঘুম পাড়িয়ে ২০ জুলাই বিকেলে বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। হেলিকপ্টার থেকে ছোড়া একটি গুলি বারান্দার গ্রিল দিয়ে ঢুকে তার মাথায় বিদ্ধ হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সুমাইয়া। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সড়কেই মৃত্যু হয় সুমাইয়ার।