ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরুতে দল পাননি জাতীয় দলের তারকা টপ অর্ডার ব্যাটার লিটন দাস। জানা গিয়েছিল, ম্যাচ প্রতি ৩ লাখ ৩০ হাজার টাকা সম্মানী চাওয়ায় তাকে দলে নেইনি কেউ। ওই লিটনকে টুর্নামেন্ট শুরুর একদিন আগে দলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। 

বিষয়টি রোববার নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আসন্ন ডিপিএলে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘লিটন দল পেয়েছে। সে গুলশান ক্লাবে খেলবে।’

চলতি মৌসুমে ডিপিএলে প্রোমোশন পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। তামিম ইকবাল ক্লাবটির নির্বাহীর পদে আছেন। তিনি দলটির জন্য স্পন্সরশিপের ব্যবস্থাসহ কিছু কাজ করার দায়িত্ব নিয়েছেন। এবারের ডিপিএল শুরু হবে মোহামেডান ও গুলশান ক্লাবের ম্যাচ দিয়ে। যার একটির অধিনায়ক তামিম, অন্যটির নির্বাহী তিনি। 

লিটন দাস ডিপিএলে গত মৌসুমে আবাহনীর হয়ে খেলেছিলেন। কিন্তু এবার তিনি ওই ক্লাবে না খেলার সিদ্ধান্ত নেন। দলবদলের সময় তার সঙ্গে যোগাযোগ করা ক্লাবগুলোর কাছে মোটা  অঙ্কের পারিশ্রমিক চান তিনি। বিষয়টি নিয়ে তখন এক ক্রিকেটার সমকালকে জানান, এবারের পরিস্থিতি ভিন্ন। এত টাকা দিয়ে কোনো ক্লাব লিটনকে নিতে রাজি হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল ড প এল

এছাড়াও পড়ুন:

চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার খালাসের রায় বহাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল খারিজ করে আজ রায় দেন আপিল বিভাগ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

আরো পড়ুন:

নাটোরে ১৩ মামলার আসামি যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

হেফাজতে নির্যাতন 
সাবেক মন্ত্রীর বান্ধবীসহ পুলিশ সদস্যের নামে মামলা 

রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। 

গত বছরের ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপারবুক নিজ খরচে তৈরির অনুমতি দেন হাইকোর্ট। ২০ নভেম্বর আপিল শুনানি শুরু হয়। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে গত ২৭ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন।

২০১৮ সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ