আরেক মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী নিশি
Published: 2nd, March 2025 GMT
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো.
এদিন শুনানিকালে নিশিকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ র কর
এছাড়াও পড়ুন:
হামিদ ফেব্রিক্সের কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক মারুফ শাহরিয়াকে কোম্পানির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন:
বে-মেয়াদীতে রূপান্তরে এশিয়ান টাইগারের আবেদন নাকচ
এস আলমের শেয়ারদর বেড়েছে ১৪০.৮২ শতাংশ
প্রসঙ্গত, হামিদ ফেব্রিক্স লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩১২টি।
এর মধ্যে, সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫১.৩৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৮৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯.৭৮ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/রাজীব