চট্টগ্রামের হাটহাজারিতে দরজা ভেঙে ঘরে ঢুকে বাসার সবার হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল লুটের ঘটনা ঘটেছে। শনিবার রাত আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরীপাড়ার সাদেকের বাসায় রাত আনুমানিক আড়াইটার দিকে গেট, গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির বাসিন্দাদের মারধর ও হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন নিয়ে যায়। 

বাড়ির মালিক সাদেক জানান, ‘বাড়ির গেট ও দরজা ভেঙে ৫-৬ জন ঘরে ঢোকে। তাদের মুখে গামছা বাঁধা ছিল, আর হাতে ছুরি, হ্যামার, খুনতিসহ দেশিয় অস্ত্র ছিল। তার ঘরে ঢুকে আমার গলায় ছুরি ধরে মারধর করে ও হাত-মুখ বেঁধে কি কি আছে তা জানতে চায়। এর পর তারা দ্বিতীয় তলায় গিয়ে আমার ছেলের গলায় ছুরি ধরে ও মারধর করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায় তারা চলে যায়।’ 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল বলেন, ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টপ ট স বর ণ ল ক র

এছাড়াও পড়ুন:

চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার খালাসের রায় বহাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল খারিজ করে আজ রায় দেন আপিল বিভাগ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

আরো পড়ুন:

নাটোরে ১৩ মামলার আসামি যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

হেফাজতে নির্যাতন 
সাবেক মন্ত্রীর বান্ধবীসহ পুলিশ সদস্যের নামে মামলা 

রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। 

গত বছরের ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপারবুক নিজ খরচে তৈরির অনুমতি দেন হাইকোর্ট। ২০ নভেম্বর আপিল শুনানি শুরু হয়। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে গত ২৭ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন।

২০১৮ সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ