কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
রবিবার (২ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এস আলম কোল্ড
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন
প্রসঙ্গত, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের গত ৩ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারদর ছিল ২৬,২০ টাকা। বৃহস্পতিবার (২৭ ফেব্রিয়ারি) লেনদেনে শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৪১.
এভাবে কোম্পানির শেয়ারের দাম কমাকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাঠগড়ায় কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির আগে আদালতের কাঠগড়ায় কেঁদেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে শুনানি হয়।
এদিন সকালে তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিষয়ে শুনানি হয়। তাঁর আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতকে বলেন, ‘তুরিন আফরোজকে নির্যাতন করা হয়েছে। তিনি কিছু বলতে চান।’ বিচারকের অনুমতি নিয়ে তুরিন বলেন, ‘কোনোকালে আমার রাজনৈতিক পদ-পদবি ছিল না। আমি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি শারীরিকভাবে অসুস্থ। পায়ের ব্যথার কারণে হাঁটতে পারি না। রিমান্ডের সময় আমার পায়ে আঘাত করা হয়েছিল।’ এ সময় তিনি ফুপিয়ে কাঁদতে থাকেন। পাশে দাঁড়িয়ে থাকা জাসদ সভাপতি হাসানুল হক ইনু তাঁকে সান্ত্বনা দেন।
পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, ‘তুরিন আফরোজ মিথ্যা অভিযোগ করছেন।’ এ সময় তুরিন পায়ে নির্যাতনের চিহ্ন বিচারককে দেখান। শুনানি শেষে মহানগর হাকিম তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।