কুবিতে মাদক সেবনরত অবস্থায় বহিরাগত আটক
Published: 2nd, March 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মো. জীবন (১৯) নামের এক বহিরাগতকে মাদক সেবনরত অবস্থায় আটক করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাদক সেবনরত অবস্থায় আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।
পরে প্রক্টরের উপস্থিতিতে লিখিতসহ জবানবন্দি নিয়ে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত জীবন সালমানপুরের ব্লু ওয়াটার পার্ক নামক এলাকার মো.
লিখিত জবানবন্দিতে তিনি প্রায়ই এখানে মাদক সেবন করতে আসার কথা জানান। এছাড়া সালমানপুরের মিলন ও আল-আমিন নামের দুই মাদক বিক্রেতার নামও উল্লেখ করেন তিনি।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মাসুদ বলেন, “তাকে থানায় নিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, “মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে, এটা কোনভাবেই কাম্য নয়। মাদকের বিরুদ্ধে কুবি প্রশাসন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এ কার্যক্রম। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরো সজাগ থাকব।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুবিতে মাদক সেবনরত অবস্থায় বহিরাগত আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মো. জীবন (১৯) নামের এক বহিরাগতকে মাদক সেবনরত অবস্থায় আটক করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাদক সেবনরত অবস্থায় আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।
পরে প্রক্টরের উপস্থিতিতে লিখিতসহ জবানবন্দি নিয়ে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত জীবন সালমানপুরের ব্লু ওয়াটার পার্ক নামক এলাকার মো. গোলাপ খানের ছেলে।
লিখিত জবানবন্দিতে তিনি প্রায়ই এখানে মাদক সেবন করতে আসার কথা জানান। এছাড়া সালমানপুরের মিলন ও আল-আমিন নামের দুই মাদক বিক্রেতার নামও উল্লেখ করেন তিনি।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মাসুদ বলেন, “তাকে থানায় নিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, “মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে, এটা কোনভাবেই কাম্য নয়। মাদকের বিরুদ্ধে কুবি প্রশাসন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এ কার্যক্রম। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরো সজাগ থাকব।”
ঢাকা/এমদাদুল/মেহেদী