২০০৩ সালের মুলতান টেস্ট—বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম বড় এক আক্ষেপের নাম। মাত্র ১ উইকেটে হেরে যাওয়া সেই ম্যাচে বিতর্কিত এক ঘটনায় আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে অলক কাপালির ক্যাচ নিয়েছিলেন পাকিস্তানের উইকেটকিপার রশিদ লতিফ। ২২ বছর পর সেই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করলেন তিনি। তবে দায় চাপালেন পাকিস্তানের সেই সময়ের অধিনায়ক ইনজামাম-উল-হকের ওপর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ জানান, তিনি চেয়েছিলেন অলক কাপালিকে ফেরাতে, কিন্তু ইনজামামের সিদ্ধান্তে তা হয়নি। তিনি বলেন, ‘ক্যাচ নেওয়ার পর আমি ইনজামাম ভাইকে জিজ্ঞেস করেছিলাম, “আমরা কি তাকে ফিরিয়ে আনব?” কিন্তু তিনি বলেছিলেন, “না, না, না।”’

সেই ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৬১ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ২০৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। কিন্তু ইনজামামের সেঞ্চুরিতে ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচে একাধিক বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত, বিশেষ করে এলবিডব্লিউর কয়েকটি আবেদন নাকচ হওয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল।

রশিদ স্বীকার করেছেন, ওই ক্যাচ ধরার ঘটনা তার ক্যারিয়ারের জন্যও কাল হয়েছিল। প্রতারণার দায়ে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর আর কখনো টেস্ট ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনেও ইনজামামের ভূমিকার ইঙ্গিত দেন রশিদ, ‘এরপর আমি পাঁচ ম্যাচ নিষিদ্ধ হলাম, ফিরে মাত্র পাঁচটি ওয়ানডে খেলেছি। ইনজামাম তখন অধিনায়ক হয়ে গেল, আর আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইনজ ম ম উইক ট

এছাড়াও পড়ুন:

কারিতাসে নিয়োগ, ২৩ বছর হলেই আবেদন

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুনবিডার সংশোধিত নিয়োগে পদ বেড়ে ১০৮, আবেদন শুরু ৪ মার্চ২ ঘণ্টা আগে

আবেদনের যোগ্যতা: কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে আবেদনকারী প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছর, ৩১/১/২০২৫ সালে। অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। শহরের শ্রমজীবী/শ্রমিক পথশিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল (বাংলা ও ইংরেজি) ফরম্যাট জানা।
কর্মস্থল: কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক অফিসের আওতাধীন শহরের সিটি করপোরেশন এলাকা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: ১৯,০০০ টাকা (মাসিক)। বছরে মাসিক বেতনের অর্ধেক দুটি বোনাস।
কমিউনিটি ফ্যাসিলিটেটর পদের উল্লেখযোগ্য দায়িত্বের মধ্য আছে—শহরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে যুক্ত শিশুর পরিবার পরিদর্শন ও তালিকা প্রস্তুত করা; শিশুশ্রমিকদের প্রাতিষ্ঠানিক ও ভোকেশনাল শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও বিভিন্ন ডেটা সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি।

আরও পড়ুনআজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে০২ মার্চ ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১০১ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ