পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুরে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের লাবলু সড়কে ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সহায়তায় বাজারটি চালু হয়েছে।

পুরো রমজান মাস জুড়ে এই বাজার খোলা থাকবে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.

কামরুল হাসান মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী কমিশনার ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এ ন্যায্যমূল্যের বাজার আয়োজন করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবেন। সবার সম্মিলিত অংশগ্রহণে এ বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। সকলের সহযোগিতার মাধ্যমে সারা মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজারের কার্যক্রম চালু থাকবে। রমজানের পবিত্রতা উপলব্ধি করে মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। সাধারণ বাজারের চেয়ে কম মূল্যে জনগণ যাতে পণ্য ক্রয় করতে পারে সে জন্যই এ বাজারের সৃষ্টি করা হয়েছে।

এ বাজারে মোট ২৩টি দোকান দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের আয়োজনে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও আটা কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা, ডিম ৪০ টাকা, ইলিশ মাছ ১২৫০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ টাকা, কাতল মাছ ৪০০ টাকা, লাল চিনি ১৪০ টাকা, রুই মাছ ৫৫০ টাকা, দুধ ৭৫ টাকা, আলু ৩০, পেঁয়াজ ৪০, লাউ ৪০ টাকা পিস, টমেটো ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: রমজ ন রমজ ন

এছাড়াও পড়ুন:

ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।”

পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (১ মার্চ) এক বাণীতে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।”

আরো পড়ুন:

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

জুলাই অভ্যুত্থানে শহীদরা ‘জুলাই শহীদ’ নামে অভিহিত হবেন

তিনি বলেন, “সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।”

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।”

প্রধান উপদেষ্টা বলেন, “মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ভোক্তা ভোগালেই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী
  • জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করল গণতান্ত্রিক ছাত্রসংসদ
  • ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখেরে ভালো হয় না: সিইসি
  • ঈদ উপলক্ষে বাটার নতুন কালেকশন
  • হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন
  • আজ থেকে টানা ৪০ দিন ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন
  • কোনো গাড়িতেই নেই ডিম নামেমাত্র গরুর মাংস
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
  • ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার