ব্যাটিংয়ে রোহিত-কোহলিরা; টানা ১৪ টস হার
Published: 2nd, March 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুপুর ৩টায় মুখোমুখি হয়েছে ভারত-নিউ জিল্যান্ড। এই ম্যাচে যে দল জিতবে তারা গ্রুপ ‘এ’ থেকে শীর্ষে থেকে সেমি ফাইনালে ওঠবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচে আবার একটি টস হারলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফিতে টানা তৃতীয় বার। আর গত বিশ্বকাপের পর থেকে টানা ১৪ ম্যাচে টসে হারলেন তিনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই কাপ্তান মিচেল স্যান্টনার।
টস জিতে স্যান্টনার বলেন, “উইকেট দেখে ভালো মনে হচ্ছে। পাকিস্তানের কন্ডিশন সম্পর্কে ধারণা আছে, তবে এখানকার উইকেট ভিন্ন।” নিউ জিল্যান্ড একটি পরিবর্তন নিয়ে নামছে। ড্যারেল মিচেল একাদশে ঢুকেছেন ডেভন কনওয়ের জায়গায়।
আরো পড়ুন:
নিউ জিল্যান্ডের অনেক ‘অর্জনের’ ম্যাচ
জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক
একটি বদল নিয়েই নামছে ভারতও। পেসার হার্ষিত রানাকে বসিয়ে এই ম্যাচে স্পিনার বরুণ চক্রবর্তীকে খেলানো হচ্ছে। এখান থেকেই বুঝা যাচ্ছে উইকেট খুবই নীচু এবং ধীর গতির হবে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম ইনিংসে ব্যাট করবে ভারত।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ওর্ক।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিলীপ-সাধনার মরদেহের অপেক্ষায় স্বজনরা
বাড়ির বাইরে অপেক্ষা করছে এলাকাবাসী ও তার কিছু স্বজন। ভিতরে ঘরগুলোতে তালাবদ্ধ করে রাখা। অপেক্ষারত সকলেই নিহত দিলীপ কুমার ও তার স্ত্রীর মৃত্যুতে শোকাহত, কেউ কেউ খোঁজ নিচ্ছেন কখন পৌঁছাবে মরদেহ আর কেমন আছে চিকিৎসাধীন তাদের একমাত্র মেয়ে আরাধ্যা।
তবে বসতভিটায় দিলীপের বাবা-মা ও বোনরা না থাকায় চোখের জল ফেলার মতো ছিল না কেউ। বুধবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বোয়ালিয়া গ্রামে দিলীপ কুমারের বাড়িতে গিয়ে দেখা যায় এমন চিত্র।
একমাত্র মেয়ে আরাধ্যা, স্ত্রী সাধনা রানীসহ কয়েকজন নিকটা আত্মীয়কে নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন দিলীপ কুমার (৪২)। বুধবার ভোরে টঙ্গী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলেও আনন্দের সেই যাত্রা থমকে যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চুনতি জাঙ্গালিয়া এলাকায়। সেখানে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে মৃত্যু হয় দিলীপ কুমার, তার স্ত্রী সাধনা রানীসহ ১০ জনের।
তবে এ ঘটনায় প্রাণ বেচে যায় দিলীপ-সাধনার একমাত্র মেয়ে আরাধ্যা (৬)। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনায় নিহত দিলীপ কুমার ও সাধনা রানী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের বড়-বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে দিলীপ ওই গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে।
বাবা-মা'র একমাত্র ছেলে দিলীপ কুমার। অন্য তিন বোন বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকেন। ১৫ বছর ধরে গাজীপুর জেলার টঙ্গী এলাকার একটি বাইয়িং হাউজে চাকরি করতেন। কয়েক বছর পর নিজেই ছোট পরিসরে বাইয়িং হাউজ গড়ে তোলেন বলে জানায় এলাকাবাসী।
দিলীপের কাকাতো ভাই পলাশ কুমার বলেন, দিলীপ তার পরিবার নিয়ে প্রায়ই এলাকায় আসত। তার বাবা-মা কখনও ছেলের বাসায় আবার কখনও মেয়ের বাসায় থাকেন। তারা গ্রামে কম থাকেন। আমরা আনুমানিক ১১টার দিকে দুর্ঘটনার কথা শুনে খোঁজ নিয়ে জানতে পারি দিলীপ ও তার স্ত্রী মারা গেছেন। তাদের মেয়ে আরাধ্যা চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মেডিকেলে।
দিলীপের বন্ধু শোভন কুমার কাজল বলেন, তাদের মরদেহ আনার কার্যক্রম চলছে। শুনেছি লোহাগাড়া থানা থেকে মরদেহ নিয়ে রওনা হয়েছে। ছোট্ট আরাধ্যার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।