বাজার থেকে উধাও সয়াবিন তেল, গণপিটুনির কথা বললেন ওমর সানী
Published: 2nd, March 2025 GMT
রোজায় বাজারের অবস্থা স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। তারপরও রমজানের শুরুতে সবজি বাজার স্থিতিশীল থাকলেও বাজার থেকে ‘উধাও’ সয়াবিন তেল। বিক্রেতাদের দাবি, প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সংকট চলেছে।
গত কয়েকদিন ধরে এ সংকট আরও প্রকট হয়েছে। কোনো প্রতিষ্ঠান তেল সরবরাহ করছে না। এমন খবর সামনে আসতেই বাজার সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’
সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদের উদ্দেশ্যে ওমর সানী বলেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেই নাই।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ওমর স ন
এছাড়াও পড়ুন:
হামিদ ফেব্রিক্সের কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক মারুফ শাহরিয়াকে কোম্পানির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন:
বে-মেয়াদীতে রূপান্তরে এশিয়ান টাইগারের আবেদন নাকচ
এস আলমের শেয়ারদর বেড়েছে ১৪০.৮২ শতাংশ
প্রসঙ্গত, হামিদ ফেব্রিক্স লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩১২টি।
এর মধ্যে, সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫১.৩৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৮৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯.৭৮ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/রাজীব