দুবাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। দুই দল আগেই সেমিতে উঠে গেলেও এ ম্যাচটির গুরুত্ব রয়েছে। যারা আজ জিতবে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, হারলে দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ন এই ম্যাচ দিয়েই আজ ক্যারিয়ারের দুর্দান্ত মাইলফলক গড়বেন বিরাট কোহলি। কিউইদের বিপক্ষে এই ম্যাচটিই হবে ভারতের জার্সিতে কোহলির ৩০০তম ওয়ানডে ম্যাচ। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়বেন কোহলি।

এদিকে আজ ভারতের একাদশে নেই হার্ষিত রানা, তা বদলে খেলবেন বরুণ চক্রবর্তী। এদিকে নিউজিল্যান্ডের একাদশেও আছে এক পরিবর্তন। ডেভন কনওয়ের বদলে খেলবেন ডেরিল মিচেল।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামের আনোয়ারায় বিরল প্রজাতির সাদা প্যাঁচা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় দুর্লভ প্রজাতির একটি সাদা প্যাঁচা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।

সন্ধ্যার পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেখানেই একটি খোলা মাঠে প্যাঁচাটিকে অবমুক্ত করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালের দিকে গ্রামের বিলে শিশু-কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির প্যাঁচাটি। তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে লোকজন এগিয়ে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। ওই সময় এটিকে একটি খাঁচায় রাখা হয়েছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে গতকাল রাত সাড়ে ৭টার দিকে এটিকে ওই জায়গাতেই অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় কয়েকজন শিশু-কিশোর খেলার সময় প্যাঁচাটিকে পেয়েছিল। পরে প্রশাসনকে জানানো হয়।

প্রাণীটিকে বিলুপ্তপ্রায় দাবি করে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘এটি সাদা প্রজাতির লক্ষ্মী প্যাঁচা। বর্তমানে আমাদের দেশে প্রাণীটির সংখ্যা কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।’

সম্পর্কিত নিবন্ধ