সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৬৭ বারে ৪৬ লাখ ০৯ হাজার ৬৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩৭ বারে ১১ লাখ ৩৬ হাজার ১৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৬২ বারে ৬ লাখ ৬৯ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ফুয়াং ফুডের ৫.

৮৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.৬৯ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রির ৪.৬১ শতাংশ, রিং শাইন টেক্সটাইলের ৪.৫৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৩৮ শতাংশ এবং জুট স্পিনার্স্ ইন্স্যুরেন্সের ৪.২৯ শতাংশ কমেছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: শ য় র দর শ কম ছ

এছাড়াও পড়ুন:

রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প খুঁজছে দুই দেশ

সৌদি আরব সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোদির বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। গত ৪০ বছরে এটিই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর।

তাঁর এই সফরে দিল্লি ও রিয়াদের মধ্যে কমপক্ষে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।  ভারত ও সৌদি আরব রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প অন্বেষণ করছে বলে জানিয়েছেন মোদি। সৌদি আরব সফরের প্রথম দিনে মঙ্গলবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

মোদি বলেন, ভারত ও সৌদি আরবের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগসহ বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে এখন কাজ চলছে।  সৌদি আরব ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ।  মোদির এ সফরকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক বছরে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা, বিনিয়োগ ও সংস্কৃতি খাতে সহযোগিতা বেড়েছে। খবর রয়টার্সের।

সম্পর্কিত নিবন্ধ