চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দু’দলই ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, তবে তবে শীর্ষে থেকে কোন দল সেমিতে যাবে তা নির্ধারণে আজকের ম্যাচের গুরুত্ব অনেক। এদিকে, অন্য গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভ্রমণের বিড়ম্বনা। কারণ, ভারতের আপত্তির কারণে সেমিফাইনালের এক ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, অন্যটি লাহোরে।

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অপর গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে। ইতোমধ্যে ‘বি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান নিশ্চিত করেছে, আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারণ হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে।

ভারত যদি এই ম্যাচে জয় পায়, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সেমিফাইনালে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে এই ম্যাচ শেষে তড়িঘড়ি করে দুবাইয়ের বিমান ধরতে হতো অজিদের, কারণ ৪ মার্চই অনুষ্ঠিত হবে তাদের সেমিফাইনাল। অন্যদিকে, ভারত যদি হারে, তাহলে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা, আর নিউজিল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে।

এই অনিশ্চয়তা এড়াতে আগেভাগেই দুবাই পৌঁছে গেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ভারত জেতে, তবে অজিরা দুবাইয়েই থেকে যাবে, আর দক্ষিণ আফ্রিকা উড়াল দেবে লাহোরে। আর যদি ভারত হারে, তাহলে প্রোটিয়ারা থেকে যাবে দুবাইয়ে, অস্ট্রেলিয়া উড়ে যাবে পাকিস্তানে, আর নিউজিল্যান্ডও লাহোরে যাবে। এই ভ্রমণের বিড়ম্বনার মূল কারণ, পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের আপত্তি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম ফ ইন ল

এছাড়াও পড়ুন:

উইলিয়ামসনকে আউট করায় অক্ষরের পায়ে হাত ছোঁয়ালেন কোহলি

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বোলিং সহায়ক পিচে কাল নিয়মিতই উইকেট পাচ্ছিলেন ভারতের বোলাররা। তবু ভয় ছিল একজনকে নিয়ে—কেইন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান অতীতে একক নৈপুণ্যে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের ২৪৯ রান তাড়ায়ও তিনি কিউইদের একাই টানছিলেন।

কিন্তু কালকের রাতটা উইলিয়ামসনের হতে দেননি অক্ষর প্যাটেল। তাঁর বলে উইলিয়ামসনের আউটেই ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই আউটের পর অদ্ভুত এক কাণ্ড করে বসেন বিরাট কোহলি। অক্ষর অসীম শ্রদ্ধা আর সম্মান পাওয়ার মতো কাজ করেছেন বোঝাতে গিয়ে কোহলি তাঁর পা স্পর্শ করতে ছুটে যান। ঘটনাটা বেশ হাস্যরসই তৈরি করে মাঠে।

ঘটনাটি নিউজিল্যান্ড ইনিংসের ৪১তম ওভারের। নিজের বোলিং কোটা পূরণ করতে এসে অক্ষর শেষ বলে উইলিয়ামসনকে আউট করেন। বলে ফ্লাইট ছিল। কিন্তু দ্রুত ব্যাটে আসবে ভেবে উইলিয়ামসন ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন।

কিন্তু ব্যাটে-বলে হয়ে ওঠেনি। উইকেটকিপার লোকেশ রাহুল বেশ আয়েশি ভঙ্গিতেই স্টাম্পিং করেছেন। নিউজিল্যান্ডের ভরসা হয়ে থাকা উইলিয়ামসন ৮১ রানে আউট হতেই ভারতের জয় একরকম নিশ্চিত হয়ে যায়।

ভারতের জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কেইন উইলিয়ামসন

সম্পর্কিত নিবন্ধ