ভারতকে সুবিধা দিতে গিয়ে ভ্রমণের ঝক্কি সেমির দুই দলের
Published: 2nd, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দু’দলই ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, তবে তবে শীর্ষে থেকে কোন দল সেমিতে যাবে তা নির্ধারণে আজকের ম্যাচের গুরুত্ব অনেক। এদিকে, অন্য গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভ্রমণের বিড়ম্বনা। কারণ, ভারতের আপত্তির কারণে সেমিফাইনালের এক ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, অন্যটি লাহোরে।
চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অপর গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে। ইতোমধ্যে ‘বি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান নিশ্চিত করেছে, আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারণ হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে।
ভারত যদি এই ম্যাচে জয় পায়, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সেমিফাইনালে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে এই ম্যাচ শেষে তড়িঘড়ি করে দুবাইয়ের বিমান ধরতে হতো অজিদের, কারণ ৪ মার্চই অনুষ্ঠিত হবে তাদের সেমিফাইনাল। অন্যদিকে, ভারত যদি হারে, তাহলে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা, আর নিউজিল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে।
এই অনিশ্চয়তা এড়াতে আগেভাগেই দুবাই পৌঁছে গেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ভারত জেতে, তবে অজিরা দুবাইয়েই থেকে যাবে, আর দক্ষিণ আফ্রিকা উড়াল দেবে লাহোরে। আর যদি ভারত হারে, তাহলে প্রোটিয়ারা থেকে যাবে দুবাইয়ে, অস্ট্রেলিয়া উড়ে যাবে পাকিস্তানে, আর নিউজিল্যান্ডও লাহোরে যাবে। এই ভ্রমণের বিড়ম্বনার মূল কারণ, পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের আপত্তি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।