সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের ও রমজানের প্রথম কার্যদিবস রোববার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .

৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, দর কমেছে ১৮৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।

ডিএসইতে ৪২১ কোটি ৯৫ খ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৫ কোটি ৯০ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৯ পয়েন্টে।

সিএসইতে ২০৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৬ টির দর বেড়েছে, কমেছে ৯৯ টির এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ল নদ ন ন ট কম ড এসই

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামের আনোয়ারায় বিরল প্রজাতির সাদা প্যাঁচা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় দুর্লভ প্রজাতির একটি সাদা প্যাঁচা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।

সন্ধ্যার পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেখানেই একটি খোলা মাঠে প্যাঁচাটিকে অবমুক্ত করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালের দিকে গ্রামের বিলে শিশু-কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির প্যাঁচাটি। তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে লোকজন এগিয়ে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। ওই সময় এটিকে একটি খাঁচায় রাখা হয়েছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে গতকাল রাত সাড়ে ৭টার দিকে এটিকে ওই জায়গাতেই অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় কয়েকজন শিশু-কিশোর খেলার সময় প্যাঁচাটিকে পেয়েছিল। পরে প্রশাসনকে জানানো হয়।

প্রাণীটিকে বিলুপ্তপ্রায় দাবি করে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘এটি সাদা প্রজাতির লক্ষ্মী প্যাঁচা। বর্তমানে আমাদের দেশে প্রাণীটির সংখ্যা কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।’

সম্পর্কিত নিবন্ধ