তামান্না ভাটিয়া, ইলিয়ানা ডিক্রুজ, শ্রুতি হাসান, কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানা, সামান্থা রুথ প্রভু, রাশি খান্নার মতো অভিনেত্রীরা অনেক আগেই বলিউডে পা রেখেছেন। দর্শক মনোযোগ কাড়তে সময় লাগেনি তাদের।

এবার তাদের পথ অনুসরণ করে বলিউডে পা রাখছেন আরেক দক্ষিণি অভিনেত্রী মালবিকা মোহনন। বেশ কিছু সিনেমায় অনিন্দ্য অভিনয়ের সুবাদে এখন বলিউড নির্মাতাদের নজরে এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এরই মধ্যে বলিউডে একটি বড় ব্যানারের প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মালবিকা; যার মাধ্যমে বলিউডে তাঁর অবস্থান পাকাপোক্ত করে নেওয়ার সুযোগ রয়েছে। অভিনেত্রী নিজেও এ বিষয়ে আত্মবিশ্বাসী।

মালবিকার কথায়, ‘আমার চাওয়া এটাই, যেভাবে জীবনকে পরিচালিত করছি, ঠিক সেভাবেই অভিনয় ক্যারিয়ারকে এগিয়ে নিতে চাই ভালো কাজের মধ্য দিয়ে। যখন আমি অভিনয় শুরু করি, তখন আলাদা করে ভাবিনি কার সঙ্গে কাজ করব, কার সঙ্গে করব না। যেখানে যতটুকু সুযোগ পেয়েছি, নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করে গেছি। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি। তাই যখন যেখানেই কাজ করি না কেন, সেখানে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করে যাব।’

অভিনেত্রী এ কথার মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন অভিনয়ের বিষয়ে তাঁর ভাবনাটা কী। এই আত্মবিশ্বাসী বক্তব্য শুনেই বলিউড নির্মাতারা এ অভিনেত্রীকে নিয়ে আলাদা করে ভাবা শুরু করেছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ