ভারতের সামনে কী অপেক্ষা করছে, ‘সেইম সেইম’ না ‘ডিফারেন্ট’
Published: 2nd, March 2025 GMT
সেইম সেইম বাট ডিফারেন্ট—বাক্যটি শুনেছেন নিশ্চয়! সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল পেজগুলোতে হরহামেশা পড়ছেনও। দুটি বিষয়ের মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও অনেক দিক থেকে মিল আছে বা ‘রিমেক’ করা হয়েছে, সাধারণত এ রকম কিছু বোঝাতে কথাটি ব্যবহার করা হয়।
২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউডের হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘বোম্বে টু ব্যাংকক’-এ ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নামে একটি গান আছে। পরের বছর একই নামে মুক্তি পায় একটি জার্মান চলচ্চিত্র। এ বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশে এই নামে মোশাররফ করিমের একটি নাটকও প্রচারিত হয়েছে।
তবে বেশির ভাগ ভাষাবিজ্ঞানীর ধারণা, বাক্যটি এসেছে থাইল্যান্ড থেকে। থাইয়েরা কথা বলার সময় এ ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করে থাকে, যেটিকে বলা হয় ‘টিংলিশ’। কারও কারও মতে, ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ কথাটির উৎপত্তি ভিয়েতনাম থেকে।
সে যা–ই হোক, খেলার খবরে ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নিয়ে এত আলোচনার কারণ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আরও স্পষ্ট করে বললে আইসিসি আয়োজিত চলমান ও সর্বশেষ ওয়ানডে টুর্নামেন্ট। এই দুই প্রতিযোগিতা ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপর পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে এই চার দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।
‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা