বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বছরে কয়েক হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এই পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত আছে দেশের বিভিন্ন তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠান, যেখানে মার্চেন্ডাইজার হিসেবে কাজের বিপুল সুযোগ আছে। দেশে প্রশিক্ষিত কর্মীর ঘাটতি আছে বলে অনেক ক্ষেত্রেই ভিনদেশি নাগরিকেরা বাংলাদেশে এসে এসব পদে কাজ করছেন। অথচ আমাদের তরুণেরাই কিন্তু এই ঘাটতি পূরণ করতে পারেন। বিষয়টি বিবেচনা করে ‘অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট’ বিষয়ে স্নাতক ডিগ্রি চালু করেছে ঢাকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

ভবিষ্যৎ পেশাজীবনের কথা বিবেচনা করেই উচ্চমাধ্যমিক শেষে আইএসইউর এ বিষয়ে ভর্তি হয়েছেন সোহানুর রহমান। তিনি বলেন, ‘মার্চেন্ডাইজাররা ক্রেতার অর্ডার থেকে শুরু করে উৎপাদন ও ডেলিভারি পর্যন্ত সবকিছু তদারক করেন। তাই অনেক কিছু শেখার সুযোগ আছে। বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে কাজ করা মানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড, যেমন এইচঅ্যান্ডএম, জারা, নাইকি, লিভাইসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ।’

আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকার বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন রিফা তাসনিয়া। ছোটবেলা থেকে ফ্যাশন উদ্যোক্তা হতে চেয়েছিলেন। ইচ্ছা ছিল, পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন। তাই অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিষয়ে পড়তে ভর্তি হয়েছেন আইএসইউয়ে। রিফা বলেন, ‘একদিকে বিষয়টা নতুন, আবার সামনে বিদেশের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ আছে বলেও শুনেছি। তাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন আবুল কাশেম বলেন, ‘অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট খাতে বাংলাদেশের কর্মবাজার অনেক বিস্তৃত। হাতে গোনা এক থেকে দুটি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ আছে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর বড় হচ্ছে, নতুন নতুন ব্যবসা এই খাতের মাধ্যমে তৈরি হচ্ছে। আমরা এই খাতে দেশীয় মানবসম্পদ তৈরির জন্য অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিষয়টি চালু করেছি। একজন অভিজ্ঞ মার্চেন্ডাইজার ভালো বেতনের পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান।’

আরও পড়ুনবিনা নোটিশে চাকরি চলে গেছে, এখন কী করব২৭ জানুয়ারি ২০২৫

আইএসইউর অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জগলুল হক মৃধা বলেন, ‘বাংলাদেশ ছাড়া মালয়েশিয়া, চীন, তুরস্ক, ভিয়েতনাম ও ভারতে দক্ষ মার্চেন্ডাইজারদের ব্যাপক চাহিদা আছে। অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়ে শিক্ষার্থীদের পোশাকশিল্পের যাবতীয় কার্যক্রম শেখানো হয়। গার্মেন্টসের উৎপাদনের প্রক্রিয়া, টেক্সটাইল ও ফেব্রিক প্রযুক্তি, ফ্যাশন ও ডিজাইন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ব্র্যান্ড ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানির নানা বিষয়, ই-কমার্স ও ডিজিটাল মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন বিষয়ে আমরা কোর্স অফার করছি। আমাদের পড়াশোনার পুরোটাই এই শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অভিজ্ঞ শিক্ষক ও পেশাজীবীদের মাধ্যমে ক্লাস ডিজাইন করা হয়েছে। আর শিক্ষার্থীরা প্রথম থেকেই ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন।’

অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিভাগে স্নাতক করতে খরচ হবে প্রায় ৪ লাখ ৪২ হাজার টাকা। বৃত্তির সুযোগ আছে। বিস্তারিত দেখুন এই লিংকে।

আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য প র ল ম র চ ন ড ইজ ম র চ ন ড ইজ র কর র স য গ ক জ কর

এছাড়াও পড়ুন:

যে খাতে চাকরির সুযোগ অনেক, কিন্তু দক্ষ লোকের অভাব

বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বছরে কয়েক হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এই পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত আছে দেশের বিভিন্ন তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠান, যেখানে মার্চেন্ডাইজার হিসেবে কাজের বিপুল সুযোগ আছে। দেশে প্রশিক্ষিত কর্মীর ঘাটতি আছে বলে অনেক ক্ষেত্রেই ভিনদেশি নাগরিকেরা বাংলাদেশে এসে এসব পদে কাজ করছেন। অথচ আমাদের তরুণেরাই কিন্তু এই ঘাটতি পূরণ করতে পারেন। বিষয়টি বিবেচনা করে ‘অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট’ বিষয়ে স্নাতক ডিগ্রি চালু করেছে ঢাকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

ভবিষ্যৎ পেশাজীবনের কথা বিবেচনা করেই উচ্চমাধ্যমিক শেষে আইএসইউর এ বিষয়ে ভর্তি হয়েছেন সোহানুর রহমান। তিনি বলেন, ‘মার্চেন্ডাইজাররা ক্রেতার অর্ডার থেকে শুরু করে উৎপাদন ও ডেলিভারি পর্যন্ত সবকিছু তদারক করেন। তাই অনেক কিছু শেখার সুযোগ আছে। বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে কাজ করা মানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড, যেমন এইচঅ্যান্ডএম, জারা, নাইকি, লিভাইসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ।’

আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকার বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন রিফা তাসনিয়া। ছোটবেলা থেকে ফ্যাশন উদ্যোক্তা হতে চেয়েছিলেন। ইচ্ছা ছিল, পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন। তাই অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিষয়ে পড়তে ভর্তি হয়েছেন আইএসইউয়ে। রিফা বলেন, ‘একদিকে বিষয়টা নতুন, আবার সামনে বিদেশের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ আছে বলেও শুনেছি। তাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন আবুল কাশেম বলেন, ‘অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট খাতে বাংলাদেশের কর্মবাজার অনেক বিস্তৃত। হাতে গোনা এক থেকে দুটি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ আছে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর বড় হচ্ছে, নতুন নতুন ব্যবসা এই খাতের মাধ্যমে তৈরি হচ্ছে। আমরা এই খাতে দেশীয় মানবসম্পদ তৈরির জন্য অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিষয়টি চালু করেছি। একজন অভিজ্ঞ মার্চেন্ডাইজার ভালো বেতনের পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান।’

আরও পড়ুনবিনা নোটিশে চাকরি চলে গেছে, এখন কী করব২৭ জানুয়ারি ২০২৫

আইএসইউর অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জগলুল হক মৃধা বলেন, ‘বাংলাদেশ ছাড়া মালয়েশিয়া, চীন, তুরস্ক, ভিয়েতনাম ও ভারতে দক্ষ মার্চেন্ডাইজারদের ব্যাপক চাহিদা আছে। অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়ে শিক্ষার্থীদের পোশাকশিল্পের যাবতীয় কার্যক্রম শেখানো হয়। গার্মেন্টসের উৎপাদনের প্রক্রিয়া, টেক্সটাইল ও ফেব্রিক প্রযুক্তি, ফ্যাশন ও ডিজাইন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ব্র্যান্ড ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানির নানা বিষয়, ই-কমার্স ও ডিজিটাল মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন বিষয়ে আমরা কোর্স অফার করছি। আমাদের পড়াশোনার পুরোটাই এই শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অভিজ্ঞ শিক্ষক ও পেশাজীবীদের মাধ্যমে ক্লাস ডিজাইন করা হয়েছে। আর শিক্ষার্থীরা প্রথম থেকেই ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন।’

অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ম্যানেজমেন্ট বিভাগে স্নাতক করতে খরচ হবে প্রায় ৪ লাখ ৪২ হাজার টাকা। বৃত্তির সুযোগ আছে। বিস্তারিত দেখুন এই লিংকে।

আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ