প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এতথ্য জানান তিনি।
জাতীয় ভোটার দিবসের এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। ভোটার দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে ইসি। এছাড়া মাঠ পর্যায়ের অফিসগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
আরো পড়ুন:
জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গতকাল শনিবার বলেন, “বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়। গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।”
ইসি কর্মকর্তারা জানান, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারী এ বছরের ভোটার তালিকা হালনাগাদ কাজ এগিয়ে নিচ্ছে। এ প্রক্রিয়ায় মোট ৫১ লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ হয়েছে। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম হলেও এখনো ভোটার হননি তাদেরকে এ তালিকায় যুক্ত করা হচ্ছে। একইসঙ্গে মৃতদের নাম বাদ দেওয়া হচ্ছে। আগামী জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকার কাজ শেষ করার কথা রয়েছে। আগামী ডিসেম্বরে ভোটগ্রহণের লক্ষ্যে এ কাজ এগিয়ে রাখছে ইসি।
ঢাকা/হাসান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
আইপিএল
চেন্নাই-হায়দরাবাদ
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস।
পিএসএল
করাচি-কোয়েটা
সরাসরি, রাত ৯টা;
নাগরিক টিভি।
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
পুলিশ-ওয়ান্ডারার্স
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট;
টি স্পোর্টস টিভি।
ফর্টিস-ফকিরেরপুল
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ইউটিউব।
বুন্দেসলিগা
স্টুটগার্ট-হাইডেনহাইম
সরাসরি, রাত ১২টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২
ঢাকা/নাভিদ