ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি জেলেনস্কিকে বলেন, আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এই বৈঠকে স্টারমার ইউক্রেনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানান।

রবিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার যুক্তরাজ্যে পা রাখার পর জেলেনস্কিকে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে উষ্ণ আলিঙ্গন করে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, “পুরো যুক্তরাজ্য আপনার সাথে আছে। যতদিন প্রয়োজন, আমরা ইউক্রেনের পাশে থাকব।” 

আরো পড়ুন:

ট্রাম্পের সঙ্গে ঝড় তুলে লন্ডনে জেলেনস্কি, যুদ্ধের পরিণতি কী

তুরস্কে রুশ-মার্কিন বৈঠক, ‘গা জ্বলছে পশ্চিমা এলিটদের’

স্টারমার আরো জানান, লন্ডনে সাধারণ মানুষও জেলেনস্কির প্রতি সমর্থন জানাচ্ছেন। তিনি বলেন, “আপনি নিশ্চয়ই রাস্তায় সাধারণ মানুষকে আপনার জন্য উল্লাস করতে শুনেছেন। তারা এখানে এসেছে আপনাকে এবং ইউক্রেনকে সমর্থন জানাতে।”

ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে আরো শক্তিশালী করতে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড ঋণ চুক্তি করেছে যুক্তরাজ্য। জানা গেছে, ঋণের অর্থ রাশিয়ার জব্দকৃত সম্পদের মুনাফা থেকে পরিশোধ করা হবে। ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস এবং ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেনকো চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এমন এক সময়ে, যখন হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য বন্ধ করতে পারে কিনা, সেই প্রশ্ন যখন আলোচিত হচ্ছে, তখন যুক্তরাজ্যের পক্ষ থেকে এই ঋণ ও সমর্থন জেলেনস্কির জন্য খুব গুরুত্বপূর্ণ।

এই সমর্থনের জন্য যুক্তরাজ্যকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। পরে স্টারমার তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘রাশিয়ার এই বেআইনি যুদ্ধের সমাপ্তি ঘটাতে একটি পথ খুঁজে বের করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।” রবিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা জেলেনস্কির।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন ইউক র ন র প র

এছাড়াও পড়ুন:

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-কামরুলসহ ৬ জন

রাজধানীর কাফরুল থানায় দায়ের হওয়া আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া আরেক হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অপর আসামিরা হলেন- শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল ইসলাম তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর নিহতের স্বজন ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আনিসুল হক ৪ নম্বর, সালমান এফ রহমান ৬ নম্বর, কামরুল ইসলাম ৮ নম্বর, কামাল আহমেদ মজুমদার ১০ নম্বর, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ১১ নম্বর ও শহীদুল হক ২৭ নম্বর এজাহারনামীয় আসামি।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ