আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৩০০তম ওয়ানডে খেলতে নামবেন তিনি। এর মধ্য দিয়ে ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই অর্জন স্পর্শ করবেন কোহলি।

ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড শচীন টেন্ডুলকারের, যার নামের পাশে রয়েছে ৪৬৩ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৩৪৭টি ওয়ানডে, রাহুল দ্রাবিড় ৩৪০টি, মোহাম্মদ আজহারউদ্দিন ৩৩৪টি, সৌরভ গাঙ্গুলী ৩০৮টি এবং যুবরাজ সিং ৩০১টি ম্যাচ খেলেছেন।

কোহলির বিশেষ এই ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং তার ভাই বিকাশ কোহলি।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আজকের ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ কোহলির এই মাইলফলক ছোঁয়া। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেছিলেন কোহলি, যেখানে তিনি ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। সবচেয়ে কম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন তিনি।

ভারতের বর্তমান দলে কোহলির পর ওয়ানডেতে ৩০০ ম্যাচ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি অধিনায়ক রোহিত শর্মার। তিনি এখন পর্যন্ত ২৭০টি ওয়ানডে খেলেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল সবচ য়

এছাড়াও পড়ুন:

মুস্তাফিজকে ছাড়িয়ে রেকর্ডবুকে বুমরাহ

জয়টা সহজেই পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের বিপক্ষে সাত উইকেটের জয়ে আইপিএলে টানা চতুর্থবার জিতল হার্দিক পান্ডিয়ার দল। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। তবে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন জাসপ্রিত বুমরাহ—উইকেটের হিসেবে নয়, রেকর্ডের দিক দিয়ে।

হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৯ রানে একটি উইকেট নিয়েছেন বুমরাহ। সেই এক উইকেটেই স্পর্শ করেছেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার ৩০০তম উইকেট। ভারতের দ্বিতীয় পেসার হিসেবে এবং পেস-স্পিন মিলিয়ে পঞ্চম বোলার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। তার আগে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (৩৭৩), পীযুষ চাওলা (৩১৯), ভুবনেশ্বর কুমার (৩১৮) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)।

আরেকটি দারুণ কীর্তি গড়েছেন বুমরাহ ইনিংসের দিক থেকে। মাত্র ২৩৭ ইনিংসে তিনি ৩০০ উইকেট পূর্ণ করেছেন, যা পেসারদের মধ্যে ইতিহাসে তৃতীয় দ্রুততম। তার চেয়ে এগিয়ে কেবল অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) ও লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন ২৪১ ইনিংসে—সেই রেকর্ডও পেছনে ফেলেছেন বুমরাহ।

আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বুমরাহ—মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে এখন তার উইকেট সংখ্যা ১৭০, মালিঙ্গার সঙ্গে যৌথভাবে তিনিই এখন দলের সর্বোচ্চ উইকেট শিকারি। ২০১৩ সালে আইপিএলে অভিষেকের পর থেকে বুমরাহ হয়ে উঠেছেন মুম্বাইয়ের আস্থার প্রতীক। এবার সেই আস্থার প্রতিদান দিলেন রেকর্ডে নাম লিখিয়ে।

সম্পর্কিত নিবন্ধ

  • মুস্তাফিজকে ছাড়িয়ে রেকর্ডবুকে বুমরাহ