চলতি বছরের শুরুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়া জয় শাহের সঙ্গে সাক্ষাত করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এরপর পাকিস্তান যাওয়ার কথা রয়েছে তার।

রাইজিংবিডকে বিসিবি অফিসিয়াল বিষয়টি নিশ্চিত করেছে। ৪ মার্চ চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল চলাকালীন দুবাইয়ে জয় শাহের সাথে সাক্ষাত হবে ফারুকের। ইতিমধ্যে জয় শাহের আমন্ত্রণ পেয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।

বিসিবি অফিশিয়াল বলেন, “দুবাইয়ে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহর সাথে সাক্ষাত হবে বিসিবি প্রেসিডেন্টের। জয় শাহ আমন্ত্রণ পাঠিয়েছেন। আশা করা হচ্ছে দুজন ক্রিকেট নিয়ে মতবিনিময় করবেন।”

আরো পড়ুন:

সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুকের বৈঠকে কী হয়েছে

জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ

এদিকে দুবাইয়ের পাঠ শেষে পরদিন পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ফারুকের। দ্বিতীয় সেমিফাইনালের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকবির সাথে সাক্ষাত করবেন ফারুক। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয় শ হ র

এছাড়াও পড়ুন:

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।

সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।

দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ