বিসিবির পরিচালনা পর্ষদের ১৫টি পদ শূন্য হয়ে আছে চার মাসেরও বেশি সময়। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে ১০ জন পরিচালক নিয়ে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভাষায় জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। অথচ বিসিবি সভাপতি ফারুক আহমেদ চাইলে অনেক আগেই পরিচালনা পর্ষদের শূন্যপদ পূরণ করা সম্ভব হতো বলে মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একাধিক কর্মকর্তা।
পরিচালকদের শূন্যপদ সম্পর্কে জানতে চেয়ে বিসিবিকে চিঠিও দিয়েছিল এনএসসি। চিঠি ইস্যুর চার মাস পেরিয়ে গেলেও বিসিবি উপনির্বাচনের উদ্যোগ না নেওয়ায় বিস্মিত ক্রীড়া নীতিনির্ধারকরা। এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আন্তরিকতার ঘাটতি দেখছেন ক্রিকেট-সংশ্লিষ্টরাও। দেশের ক্রিকেটের কার্যক্রমে গতি আনতে পরিচালকদের শূন্যপদে দ্রুত নির্বাচন আশা করেন তারা।
ফারুক বিসিবি সভাপতি নির্বাচিত হন গত বছর ২১ আগস্ট। ১০ জন পরিচালক নিয়েই গত ছয় মাসে ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে পারলেও উন্নয়ন কার্যক্রমে গতি আনা সম্ভব হয়নি। বিভাগীয় পর্যায়ে একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে আলোর মুখ দেখেনি। মূলত, জাতীয় দলের কার্যক্রমগুলো বাস্তবায়ন করতেই ব্যস্ত থাকতে হয়েছে সভাপতিকে। পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে জাতীয় দল। নারী টি২০ বিশ্বকাপ আয়োজন করেছেন নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। বিপিএল, ঢাকা তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছেন স্পন্সর নিয়ে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াবে কাল থেকে।
নারীদের আন্তর্জাতিক সফরের পাশাপাশি ঘরোয়া লিগের খেলাও অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো নারীদের লাল বলের ক্রিকেট লিগ হয়েছে। ক্রিকেটীয় এ কার্যক্রম নিয়ে সভাপতির গর্ব করার উপলক্ষ থাকলেও দুর্বলতাগুলো চোখে পড়ার মতোই। পরিচালক কম থাকায় বিপিএল গভর্নিং কাউন্সিল, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হয়েছে ফারুককে। বর্তমানে একাধিক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে একজন পরিচালককে। ফিন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক অ্যান্ড প্রটোকল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ফাহিম সিনহাকে। গ্রাউন্ডস, টেন্ডার অ্যান্ড পারচেজ ও এইচপির চেয়ারম্যান মাহাবুবুল আনাম, টুর্নামেন্ট, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ও প্রতিবন্ধী ক্রিকেটের চেয়ারম্যান আকরাম খান। স্বপন চৌধুরীকে বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপ্ন। ইফতেখার আহমেদ মিঠু মিডিয়া ও আম্পায়ার্স কমিটির প্রধান। সালাউদ্দিন চৌধুরীকে সিসিডিএমের সঙ্গে অডিটের চেয়ারম্যান করা হলেও কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কারণ দেখিয়ে অডিট বিভাগের চেয়ারম্যানের পদ ছেড়েছেন। নিজেদের ব্যবসা-বাণিজ্য সামলে এত বিভাগ কাজ সুচারুভাবে সম্পন্ন করা কঠিন বলে মনে করেন বিসিবি কর্মকর্তারাই।
নামপ্রকাশ না করার শর্তে একজন পরিচালক বলেন, ‘ইসমাইল হায়দার মল্লিকের ঘনিষ্ঠ কর্মকর্তারা বহাল রয়েছেন। এখন বোর্ডে কী হচ্ছে, সব খবর চলে যাচ্ছে আগের পরিচালকদের কাছে। এগুলো পরিষ্কার করার পাশাপাশি উপনির্বাচনের মাধ্যমে ১৫ জন পরিচালক সংযুক্ত করা গেলে স্বেচ্ছাচারিতা থাকবে না। সভাপতির উচিত হবে দ্রুত উপনির্বাচন দেওয়া।’
বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে অক্টোবরে। ক্লাব ক্যাটেগরিতে ছয়টি, বিভাগীয় ক্যাটেগরিতে আটটি ও সাবেক ক্রিকেটার ক্যাটেগরিতে একজন পরিচালকের পদ শূন্য রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকের পদ শূন্য হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে শূন্যপদ পূরণ করতে হবে। বিদ্যমান কাউন্সিলরদের থেকে প্রার্থী হতে পারবেন। কাউন্সিলর নন এমন কেউ পরিচালক পদে নির্বাচন করতে পারবেন না। তিন বছর আগের তালিকাভুক্ত কাউন্সিলরদের ভোটে হতে হবে উপনির্বাচন। সে ক্ষেত্রে বিসিবির উপনির্বাচনের জন্য কাউন্সিলর নেওয়ার প্রয়োজন নেই। প্রশ্ন হলো বিসিবির কার্যক্রমে গতি আনতে এবং গঠনতন্ত্র রক্ষার স্বার্থে ফারুক আহমেদ উপনির্বাচন দিতে রাজি আছেন কিনা। এ ব্যাপারে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বিসিবি সভাপতিকে ফোনে পাওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ শ ন যপদ আহম দ
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে শিবির নেতা হত্যা মামলার আসামি যুবলীগকর্মীকে গুলি, কুপিয়ে জখম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী রবিউল ইসলামকে গুলি ও কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে নগরের পঞ্চবটী এলাকার খড়বোনার গাড়োয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম ওরফে রবি (৪০) রাজশাহী নগরের বিনোদপুর এলাকার আজিজুল ইসলাম ওরফে হাবলের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারী। রবিউলের বড় ভাই শহিদুল ইসলাম ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি। তাঁরা দুই ভাই শিবির নেতা নোমানী হত্যা মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের ২৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবটী এলাকার গাড়োয়ানপাড়ায় রবিউল ইসলাম ভাড়া বাসায় থাকেন। বাড়ির সামনে গতকাল রাত পৌনে ৯টার দিকে চার–পাঁচজন মোটরসাইকেলে এসে গুলি ছোড়েন। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যান। এতে রবিউল বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁর অন্য পা এবং দুটি হাতে জখম হয়েছে। পরে তাঁকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনাস্থলে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রবিউল বাড়ির পাশে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে আছেন। কয়েকটি মোটরসাইকেল আসে। প্রথমে গুলির শব্দ শোনা যায়। একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকেন। রবিউল মোটরসাইকেল থেকে দৌড়াতে গিয়ে পড়ে যান। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। শেষে একজন একেবারে কাছ থেকে তাঁর পা লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর হামলাকারীরা চলে যান। এ সময় আহত রবিউল বলতে থাকেন, ‘ও বাপ ও মা আমি কী করেছি।’ এ সময় দুজন নারী ছুটে আসছিলেন; তবে গুলির শব্দ পেয়ে আবার তাঁরা ফিরে যান। পাশ থেকে নারীরা চিৎকার করছিলেন।
এ বিষয়ে গতকাল রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বরিউলের পায়ে গুলি লেগেছে। তিনি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে আছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
ঘটনাস্থলে পড়ে আছে গুলির খোসা