ক্রিকেট
চ্যাম্পিয়নস ট্রফি
ভারত-নিউজিল্যান্ড
সরাসরি, বেলা ৩টা;
টি স্পোর্টস ও নাগরিক।
ফুটবল
এফএ কাপ
নিউক্যাসল-ব্রাইটন
সরাসরি, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট;
সনি স্পোর্টস ২।
ম্যান ইউনাইটেড-ফুলহাম
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
লা লিগা
বার্সেলোনা-সোসিয়েদাদ
সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট;
জিএক্সআর.
ওসাসুনা-ভ্যালেন্সিয়া
সরাসরি, রাত ২টা;
জিএক্সআর.ওয়ার্ল্ড।
বুন্দেসলিগা
অগসবুর্গ-ফ্রাইবুর্গ
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ৫।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল স প র টস
এছাড়াও পড়ুন:
নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। বৃহস্পতিবার ঘটা এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ৩ শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নিহতদের ৫ জন একই পরিবারের সদস্য। তারা স্পেনের নাগরিক। আর অন্যজন পাইলট। খবর বিবিসির
নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টো হয়ে হাডসন নদীতে পড়ে।
কর্মকর্তারা জানানা, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ম্যানহাটনের স্কাইপোর্ট থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে।
নিউইয়র্কের দমকল কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বিকেল ৩টা ১৭ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌকাগুলো চালু করা হয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুই ব্লেড বিশিষ্ট বেল ২০৬ হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের নেতৃত্বে পরিচালিত হবে।