ছবি: আইএমডিবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাইফুলের বাবা বললেন, ছেলের লাশ দাফনের জায়গা নেই
কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত তিন তরুণ স্টেশনে স্টেশনে ঘুরে পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্র কুড়াত। তাদের একজনের পরিচয় নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ, নাম সাইফুল ইসলাম (১৮)। বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকায়, বাবা মোখলেছুর রহমান। সন্তানের মরদেহ শনাক্তের পর মোখলেছুর সাংবাদিকদের বলেন, 'ছেলের লাশ দাফন করার মতো জায়গা নেই। তাই পুলিশকে বলেছি, লাশটি যেন সরকারিভাবে দাফন করা হয়।'
কুমিল্লা রেলস্টেশনের প্ল্যাটফর্মে ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে মোখলেছুর রহমান আরও বলেন, ‘আমার ৩ ছেলের মধ্যে সাইফুল সবার বড়। মঙ্গলবার দুপুরে বোতল কুড়াতে কসবা স্টেশনে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। রাতেই ফেরার কথা ছিল। আজ সকালে একজন ভিডিওতে দুর্ঘটনায় নিহতদের দেখালে স্টেশনে এসে ছেলেকে পাই।’
মোখলেছুর আরও বলেন, ‘সাইফুলের সঙ্গে নিহত অন্য দুজনও স্টেশনে স্টেশনে বোতলসহ পরিত্যক্ত জিনিসপত্র কুড়াত। তাদের মধ্যে একজন তুহিন। তবে বাড়ি কোথায় জানি না।’ মোখলেছুর দীর্ঘ দিন ধরে শহরে থাকেন। ভিটেমাটি না থাকায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসবাস করেন।
আজ বুধবার ভোরে বুড়িচং উপজেলার মাধবপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হন। সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে রেল পুলিশ। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) সোহেল মোল্লা বলেন, '৩ জন ভোরের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বলে মনে হচ্ছে। সাইফুল ছাড়া নিহত বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরিচয় না পেলে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে দেওয়া হবে।'