লা লিগার শীর্ষস্থানে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে রিয়াল বেতিস সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। শনিবার রাতে নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভিনিসিয়াস-এমবাপ্পেদের রীতিমতো আটকে রেখে ২-১ গোলে হারিয়েছে বেতিস।
বেতিসের মাঠে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়ালই। ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজের গোলে লস ব্লাঙ্কোসরা এগিয়ে যায়। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুতই ঘুরে দাঁড়ায় বেতিস। জনি কারদোসো এবং ইসকোর গোল নিশ্চিত করে তাদের দারুণ জয়।
পুরো ম্যাচে স্বাগতিকরা আক্রমণে আধিপত্য দেখিয়েছে। বেতিসের ১৮টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে, যার ২টিই জালে জড়িয়েছে। অন্যদিকে রিয়াল মাত্র ৯টি শট নিতে পেরেছে, যার মাত্র ২টি ছিল লক্ষ্যে। ভিনিসিয়াস, এমবাপ্পে ও রদ্রিগোর মতো তারকারা বেশিরভাগ সময়ই বেতিসের জমাট রক্ষণভাগের সামনে নিষ্প্রভ ছিলেন।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট, যা তাদের নামিয়ে দিয়েছে তিন নম্বরে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা উঠে গেছে দুই নম্বরে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী
টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।
স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।