ভাষা পরীক্ষা ও মূল্যায়নের ওপর ব্রিটিশ কাউন্সিলের দুই দিনব্যাপী ফ্ল্যাগশিপ সম্মেলন শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারি ‘নিউ ডিরেকশনস সাউথ এশিয়া ২০২৫’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান অংশ নিয়েছে।

ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা গবেষণার পরিচালক অধ্যাপক ব্যারি ও’সুলিভান ওবিই সম্মেলনের থিম ‘প্রযুক্তি ও ঐতিহ্য: ইংরেজি ভাষা শিক্ষাব্যবস্থায় মূল্যায়নের পরিবর্তনশীল চেহারা’ শীর্ষক মূল বক্তব্য দেন।

ইংরেজি একটি অত্যাবশ্যক বৈশ্বিক ভাষা, যা বিশ্বব্যাপী শিক্ষা ও কর্মজীবনের অগ্রগতিতে কার্যকর চাহিদা ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য—উভয়ই চালিত করে। উন্নত মানের ইংরেজি ভাষা পরিষেবা, পরীক্ষা প্রদানের দক্ষতাসহ দক্ষিণ এশিয়ার ইংরেজিজ্ঞানের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থনের জন্য ভালো অবস্থানে আছে ব্রিটিশ কাউন্সিল। প্রথমবারের মতো নিউ ডিরেকশনসের দক্ষিণ এশীয় সংস্করণ এ অঞ্চলে ইংরেজি ভাষার মূল্যায়নের ক্রমবর্ধমান গুরুত্ব মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনটি বহুভাষিক ও আন্তসংযুক্ত শিক্ষাব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলার জন্য একটি অনন্য সুযোগ দিয়ে এই অঞ্চলের অংশগ্রহণকারীদের একত্র করেছে। এই দুই দিনে শিক্ষার আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতারা নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিক্ষক ও মূল্যায়ন বিশেষজ্ঞদের জন্য একটি সহযোগী প্ল্যাটফর্ম তৈরি করতে একত্র হন।

আলোচনাগুলোর মূল বিষয় ছিল চারটি। এগুলো হলো— ১.

চাকরির জন্য ইংরেজি ২. ইংরেজি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ৩. তরুণ শিক্ষার্থীদের মূল্যায়ন ৪. বহুভাষিক শিক্ষা প্রসঙ্গে ইংরেজির ভূমিকা

সম্মেলনে বাংলাদেশ থেকে দুজন প্রতিনিধি অংশ নেন। এই দুজন হলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক জেসমিন আরা ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক শিলু আরা। জেসমিন আরা দেশে, বিশেষ করে উপজেলা পর্যায়ে নারীদের ইংরেজিতে যোগাযোগ, প্রশিক্ষণ ও মূল্যায়নের সুযোগ বাড়ানোর ব্যাপারে আগ্রহী ছিলেন। আর শিলু আরার দৃষ্টি ছিল কাজের জন্য বিদেশে পাড়ি জমানো বাংলাদেশিদের ইংরেজিতে যোগাযোগের দক্ষতা উন্নত করা এবং তা প্রমাণ করা। শিলু আরা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইংরেজি ভাষা প্রশিক্ষণের ভূমিকা নিয়ে একটি চিন্তা-উদ্দীপক প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নতুন দিকনির্দেশনার আয়োজন করে আমরা এই অঞ্চলের চিন্তাশীল নেতাদের ডেকেছি, যেন আমরা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভাষাকে শক্তিশালী করে তুলতে পারি। আমরা ক্রমবর্ধমান বহুভাষিক ও প্রযুক্তিচালিত বিশ্বে উন্নতির জন্য শিক্ষার্থী, শিক্ষাবিদ ও প্রতিষ্ঠানের ক্ষমতায়নের লক্ষ্যকে শক্তিশালী করতে থাকি।’
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা গবেষণার পরিচালক প্রফেসর ব্যারি ও’সুলিভান ওবিই বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় নতুন দিকনির্দেশনার সূচনা বিশ্বব্যাপী ইংরেজি ভাষার মূল্যায়নে উদ্ভাবনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে। এখানে উন্মোচিত সমৃদ্ধ আলোচনাগুলো দেখায় যে কীভাবে চিন্তা-নেতা, শিক্ষাবিদদের একত্র করা এবং একটি আন্তসংযোগ নীতির ওপর আন্তসংযোগ নীতি তৈরি করা হয়। প্রযুক্তি ও ঐতিহ্য এই সহযোগিতামূলক প্ল্যাটফর্ম নিশ্চিত করে যে আমাদের মূল্যায়ন অনুশীলনগুলো আজকের দ্রুত পরিবর্তিত বিশ্বে শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে ধাপে ধাপে বিকশিত হচ্ছে।’

অধ্যাপক ব্যারি ও’সুলিভান ওবিই বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নতুন দিকনির্দেশের সূচনা বিশ্বব্যাপী ইংরেজি ভাষার মূল্যায়নে উদ্ভাবনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রযুক্তি ও ঐতিহ্যের এই সহযোগিতামূলক প্ল্যাটফর্ম নিশ্চিত করে, আমাদের মূল্যায়ন অনুশীলনগুলো দ্রুত পরিবর্তিত বিশ্বে শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে ধীরে ধীরে বিকশিত হচ্ছে।’

এদিকে ‘তরুণ শিক্ষার্থীদের ভাষা শেখার মূল্যায়নের চ্যালেঞ্জ ও পদ্ধতির’ বিষয়ে কথা বলতে গিয়ে ফলিত ভাষাবিজ্ঞানের অধ্যাপক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের পরিচালক ভিক্টোরিয়া মারফি বলেছেন, ‘নিউ ডিরেকশনস সাউথ এশিয়ার আলোচনাগুলো তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য কাজে লাগবে।’

২১ ও ২২ ফেব্রুয়ারি সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে ২টি পূর্ণাঙ্গ অধিবেশন, ৪টি প্যানেল আলোচনা ও ৩০টির বেশি সমান্তরাল অধিবেশন ছিল। ২৫০ জন ব্যক্তি এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। এই দুই দিনের সম্মেলনে ইংরেজি ভাষার দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, ইংরেজি শিক্ষায় বিপ্লব ঘটাতে এআই ব্যবহার, তরুণ শিক্ষার্থীদের জন্য কার্যকর মূল্যায়নের কৌশল বাস্তবায়ন ও বৈচিত্র্যময় বহুভাষিক শিক্ষা প্রেক্ষাপটে ইংরেজিকে একীভূত করার ওপর জোর দেওয়া হয়েছে।

আলোচনাগুলোর মূল বিষয় ছিল চারটি। এগুলো হলো—

১. চাকরির জন্য ইংরেজি

কর্মসংস্থানে ইংরেজির ভূমিকা এবং কীভাবে মূল্যায়নের ব্যবস্থা নিয়োগকর্তার চাহিদা পূরণ করতে পারে, তা নিয়ে আলোচনা।

২. ইংরেজি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

ইংরেজি ভাষা শিক্ষায় এআই অ্যাপ্লিকেশনের উদাহরণ খুঁজে বের করা, কীভাবে পরিকল্পনা ও মূল্যায়নে কার্যকর ব্যবহারের জন্য এসব বিষয়কে বিবেচনা করে, তা তুলে ধরা।

৩. তরুণ শিক্ষার্থীদের মূল্যায়ন

মূল্যায়নের সবদিক বিবেচনা করা এবং তরুণ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও শেখার গতিপথে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।

৪. বহুভাষিক শিক্ষা প্রসঙ্গে ইংরেজির ভূমিকা

বহুভাষিক শিক্ষা প্রসঙ্গে ইংরেজি ভাষার মূল্যায়নের নীতি ও অনুশীলন হাইলাইট করা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ

এছাড়াও পড়ুন:

জেমিনিতে যুক্ত হচ্ছে নির্ধারিত সময়ে কাজ সম্পাদনের সুবিধা

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জেমিনিতে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি সুবিধা ‘শিডিউলড অ্যাকশনস’। এই সুবিধার মাধ্যমে নির্ধারিত সময় অনুযায়ী কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ব্যবহারকারী অনলাইনে না থাকলেও নির্ধারিত সময় হলে কাজটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘লেজিট’ নামের একজন প্রযুক্তি বিশ্লেষক প্রথম এ সুবিধাটি শনাক্ত করেন। তিনি জানান, গুগল ইতিমধ্যে জেমিনির ওয়েব সংস্করণে এটি পরীক্ষামূলকভাবে চালু করেছে।

শিডিউলড অ্যাকশনস কীভাবে কাজ করবে, সে বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘ব্লিপিংকম্পিউটার’ এক প্রতিবেদনে জানিয়েছে, এটি চ্যাটজিপিটির নির্ধারিত কাজ সম্পাদনের ব্যবস্থার মতোই কাজ করবে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারী জেমিনিতে নির্দিষ্ট কোনো কাজ ও সময় উল্লেখ করে নির্দেশনা দিতে পারবেন। নির্ধারিত সময়ে সেই কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

ব্যবহারকারীরা চাইলে জেমিনিকে সভার সময় মনে করিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। আবার ৩০ মিনিট পরপর বিরতি নেওয়ার রিমাইন্ডার নির্ধারণ করে রাখা যাবে। দৈনন্দিন কাজের তালিকা পরিচালনা, সময় ব্যবস্থাপনা ও জীবনযাত্রায় শৃঙ্খলা আনতে এই সুবিধা সহায়ক হতে পারে। মূলত এটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একধরনের স্মার্ট ‘টু-ডু’ তালিকা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে গুগল যদি এই সুবিধাকে ক্যালেন্ডার, ই–মেইল কিংবা অন্যান্য গুগল সেবার সঙ্গে যুক্ত করতে পারে, তাহলে এর কার্যকারিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ডেস্কটপে সুবিধাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নোটিফিকেশন–সংক্রান্ত অনুমতি চালু রাখতে হবে। কারণ, নির্ধারিত কাজের সময় স্মরণ করিয়ে দেওয়ার জন্য জেমিনি ডিভাইসে বার্তা পাঠাবে। গুগল জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায় শেষে শিডিউলড অ্যাকশনস সুবিধাটি শিগগিরই ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: ব্লিপিংকম্পিউটার ডটকম

সম্পর্কিত নিবন্ধ

  • জেমিনিতে যুক্ত হচ্ছে নির্ধারিত সময়ে কাজ সম্পাদনের সুবিধা