বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে মুহাম্মদ নুরুন্নবী (৪৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের নিকুনছড়ি বিওপি এলাকার হামিদিয়া পাড়া সংলগ্ন সীমান্তের ৪২ নম্বর পিলারে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তির নাম মুহাম্মদ নুরুন্নবী। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত

ধামরাইয়ে বিস্ফোরণে বাসভবনের নিচতলা চূর্ণবিচূর্ণ, দম্পতি দগ্ধ

স্থানীয়রা জানায়, গতকাল বিকেলের দিকে হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকায় পাখি শিকার করতে যান মুহাম্মদ নুরুন্নবী। এ সময় মিয়ানমারে অভ্যন্তরে ঢুকে পড়লে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় স্থল মাইন্ড বিষ্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ঢাকা/চাইমং/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

পেহেলগামে হামলার পর ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাধলেই সেটার প্রভাব পড়ে খেলাধুলায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের ওপর হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন।

এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার। এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার।

এ বছর ভারতের কোনো টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আর পিএসএল দেখা যাবে না

সম্পর্কিত নিবন্ধ