বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে মুহাম্মদ নুরুন্নবী (৪৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের নিকুনছড়ি বিওপি এলাকার হামিদিয়া পাড়া সংলগ্ন সীমান্তের ৪২ নম্বর পিলারে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তির নাম মুহাম্মদ নুরুন্নবী। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত

ধামরাইয়ে বিস্ফোরণে বাসভবনের নিচতলা চূর্ণবিচূর্ণ, দম্পতি দগ্ধ

স্থানীয়রা জানায়, গতকাল বিকেলের দিকে হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকায় পাখি শিকার করতে যান মুহাম্মদ নুরুন্নবী। এ সময় মিয়ানমারে অভ্যন্তরে ঢুকে পড়লে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় স্থল মাইন্ড বিষ্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ঢাকা/চাইমং/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানান, আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব।

চিকিৎসক ও মির্জা ফখরুলের পরিবারের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ