টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মাদকবিক্রেতা, মাদকসেবী ও অন্যান্য অপরাধী বলে জানানো হয়েছে। এদের কাছ থেকে নগদ টাকা, মাদক ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় টঙ্গির মাজার বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্যরা, র‌্যাব, জিএমপি পুলিশ অংশ নেয়। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। 

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, “অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/রেজাউল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রমজা‌নে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান

প‌বিত্র রমজানে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দেশবাসীকে মা‌হে রমজা‌নের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে জিএম কা‌দের শ‌নিবার (১ মার্চ) বিবৃতি‌তে ব‌লেন, মহিমাময় মাহে রমজান আমাদের সামনে হাজির হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে। পূণ্যময় এই রমজানে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। রমজানের ফজিলতে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি ও সমৃদ্ধি কামনা করছি। এ উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা।

তি‌নি ব‌লেন, মহান আল্লাহর পক্ষ থেকে মাহে রমজান আমাদের জন্য এক অতুলনীয় উপহার। মাহে রমজান হচ্ছে মাসব্যাপী পূণ্যেভরা অনুপম প্রশিক্ষণ। সিয়াম সাধনায় ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা নিহিত। রমজানের শিক্ষায় আমরা যেনো পরবর্তী মাসগুলো ইসলামের মহান আদর্শে দিনাতিপাত করতে পারি। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষা রয়েছে মাহে রমজানে। সিয়াম সাধনার পূর্ণ ফজিলতে সবার সকল অধিকার নিশ্চিত হবে। একইসাথে আমরা যেনো ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হতে পারি। আমরা যেন স্বজন ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে অসুস্থ, অনাহারী, রোগাক্রান্ত ও অসহায় মানুষের পাশে থাকি।

সরকা‌রের উদ্দেশে জিএম কা‌দের ব‌লেন, রমজানে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সাধারণ মানুষ যেন স্বস্তিতে রমজান পালন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক: স্বরাষ্ট্র সচিব
  • নারীর ধূমপান, মব জাস্টিস এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ডেভিল দর্শন
  • রাজধানীতে ৭১ চেকপোস্টে গ্রেপ্তার ১৬০
  • রমজানে আরও জোরদার হচ্ছে অভিযান, থাকছে না ‘ডেভিল হান্ট’ নাম
  • বাড়ছে অপরাধ, কমছে প্রশাসনে আস্থা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ১৬ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেসব সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬ সিদ্ধান্ত
  • রমজা‌নে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান