Prothomalo:
2025-03-03@14:21:36 GMT

‘৩০০’ ডাকছে কোহলিকে

Published: 2nd, March 2025 GMT

সর্বশেষ পাঁচটি ওয়ানডেই জিতেছে ভারত। নিউজিল্যান্ডও তো তাই। দুই দলই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আগেই। ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা সেই দুই দল আজ মুখোমুখি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শেষ চার নিশ্চিত হয়ে গেছে বলেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটিকে ‘মরা’ ম্যাচ বলার উপায় নেই। ‘এ’ গ্রুপের সেরা ও দ্বিতীয় সেরা হয়ে কারা সেমিফাইনালে যাবে, সেটি যে নির্ধারিত হবে এ ম্যাচেই।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যারা জিতবে, তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। জয়ী দলটি শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে। আর আজ যারা হারবে, তারা সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে রাওয়ালপিন্ডি ও লাহোরের সর্বশেষ দুই ম্যাচের মতো যদি এ ম্যাচ ফল না দেখে, তবে নিউজিল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত গ্রুপ রানার্সআপ হিসেবে উঠবে সেমিফাইনালে। অবশ্য দুবাইয়ের এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা প্রায় শূন্যের কোঠায়।

টুর্নামেন্টের নিজেদের প্রথম দুই বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ভারতের ব্যাটিং লাইনআপকে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি। ওই দুই ম্যাচে ২২৯ ও ২৪২ রানের লক্ষ্য পেয়েছিল দলটি। শুবমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে হেসেখেলেই ম্যাচ দুটি জিতেছে ভারত। দলটির তারকাখচিত ব্যাটিং লাইনআপ আজ নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলকে কীভাবে সামলায়, সেটিই দেখার বিষয়।

আজকের ম্যাচটি ওয়ানডেতে কোহলির ৩০০তম। ২০০৪ সালের পর যাঁদের ওয়ানডে অভিষেক, তাঁদের মধ্যে ৩০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন এই সংস্করণে রেকর্ড ৫১ সেঞ্চুরির মালিক। সর্বশেষ সেঞ্চুরিটি কোহলি আবার পেয়েছেন সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে।

স্পোর্টস কুইজ: এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম সেঞ্চুরিয়ান কে ও আরও ৯ প্রশ্নসেই ম্যাচআজকের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছে। ২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে সেই ম্যাচটি ছিল ফাইনাল। অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সেঞ্চুরিতে ভারত করেছিল ৬ উইকেটে ২৬৪ রান। ক্রিস কেয়ার্নসের অপরাজিত ১০২ রানে ভর করে রানটা ২ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডেতেই এই সংস্করণে ৫০তম সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম ফ ইন ল প রথম

এছাড়াও পড়ুন:

দেড় ঘণ্টায় শেষ সুলভ মূল্যের ডিম-দুধ, পাননি অনেকেই

নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ দপ্তরের গাড়ি পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর শুরু হয় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি। দুপুর ১২টার কিছুক্ষণ পরেই দেখা গেল গাড়িতে ডিম ও দুধ নেই। কেবল ১৬ কেজি গরুর মাংস অবশিষ্ট রয়েছে। অর্থাৎ মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে গেছে সুলভ মূল্যে বিক্রির জন্য আনা দুধ ও ডিম।

আজ সোমবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস এলাকায় দেখা গেছে এমন চিত্র। এদিন নগরের ওয়্যারলেস ও টেক্সটাইল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।

প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, আজ প্রতিটি গাড়িতে ২০০ লিটার দুধ, ১ হাজার ৫০০ পিস ডিম ও ৭৫ কেজি করে মাংস ছিল। সে হিসেবে মাত্র দেড় ঘণ্টায় ২০০ লিটার দুধ ও ১২৫ ডজন ডিম বিক্রি শেষ হয়ে গেছে। তবে দুপুর ১২টার দিকে তেমন ভিড় দেখা যায়নি সেখানে। স্থানীয় লোকজন বলছেন, তাঁরা অনেকে আগে এসেও পণ্য পাননি।

এদিন অন্তত ১০ ক্রেতা দুধ-ডিম না পেয়ে ফেরত গেছেন। ডিম কিনতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, ‘আমি দুপুর ১২টার দিকে এসে ডিম পাই নাই। বাসা থেকে আসতে আসতেই দেখি সব শেষ। তাঁরা নাকি দেড় হাজার ডিম আনছে। তাহলে আমরা পাই নাই কেন?’

গাড়ি থেকে এসব পণ্য কেনার জন্য প্রথমে টাকা দিয়ে স্লিপ নিতে হয়। কর্মকর্তারা জানান, একজন সর্বোচ্চ এক ডজন ডিম, এক বা দুই লিটার দুধ ও এক কেজি মাংস কিনতে পারেন। কেউ চাইলে শুধু ডিম, দুধ অথবা মাংস কিনতে পারবেন। তবে মাংসের চাহিদা তুলনামূলক কম।

দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে কর্মকর্তারা বলেন, ঢাকায় ফ্রিজার ট্রাক রয়েছে। ফলে তারা দীর্ঘ সময়ের জন্য পণ্য নিয়ে আসতে পারে। কিন্তু চট্টগ্রামে সে সুযোগ নেই। তাই পরিমাণ কম। আবার দ্রুত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার প্রথম আলোকে বলেন, যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে পণ্য দেওয়া হয়েছে। মাংসের চাহিদা কম থাকায় কিছু মাংস থেকে গেছে। ডিমের চাহিদা বেশি ছিল। দেড় থেকে দুই ঘণ্টায় শেষ হয়ে গেছে।

সম্পর্কিত নিবন্ধ