ডোনাল্ড ট্রাম্প হয়ে বাজিমাত, অস্কার–দৌড়ে পারবেন কি স্ট্যান
Published: 2nd, March 2025 GMT
ডোনাল্ড ট্রাম্প নামটাই আলোচনা তৈরির জন্য যথেষ্ট। নানা তর্কবিতর্কে জড়িয়েছে তাঁর নাম, দু–দুবার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট; সিনেমা বানানোর মতো যথেষ্ট রসদই তাঁর জীবনে আছে। তবে ‘দ্য অ্যাপ্রেনটিস’ ডোনাল্ড ট্রাম্পের ঠিক বায়োপিক নয়, বরং তরুণ বয়সের ট্রাম্পের গল্প। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবারের অস্কারে আলী আব্বাসি পরিচালিত সিনেমাটি পেয়েছে দুই মনোনয়ন। পর্দায় ডোনাল্ড ট্রাম্প হয়ে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি অস্কার জিতবেন স্ট্যান?
২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পরে ২০২৪ সালের ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পুরো সিনেমাটি সেভাবে প্রশংসিত না হলেও ট্রাম্পের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। দ্য অ্যাপ্রেনটিস বানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলী আব্বাসি।
সেবাস্তিয়ান স্ট্যান। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব