চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুল মান্নান (৬০ ) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ইমাম চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের বাসিন্দা। আব্দুল মান্নান দীর্ঘদিন উপজেলার ফাঞ্জাখানা মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে স্কুলছাত্রীকে দিয়ে ইমাম আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিলেন। একপর্যায়ে ইমাম তাকে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় সে কান্নাকাটি শুরু করলে ইমাম সাহেব তাকে ছেড়ে দেন। শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানায়। মামলার পর পুলিশ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ইমাম আব্দুল মান্নানকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরীক্ষা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ  

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এতে  মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কের চলাচলরত যাত্রীরা।

রোববার রাতে উলাইলের কর্নপাড়া এলাকায় অবস্থিত প্রতীক এ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাত ১০টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে শিল্পপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। 

বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করেননি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। ফলে শ্রমিকরা বাসা ভাড়াসহ মুদি দোকানের বকেয়া টাকা পরিশোধ করতে পারছেন না। রোজা শুরু হলেও শ্রমিকরা বাজার করতে না পারায় সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। তাই বকেয়া বেতন আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন। 

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

সম্পর্কিত নিবন্ধ