Samakal:
2025-04-02@04:33:04 GMT

মানছেন ইন্টারনেটের ব্যাকরণ?

Published: 1st, March 2025 GMT

মানছেন ইন্টারনেটের ব্যাকরণ?

মানুষ জন্মস্বাধীন প্রাণী। তার মনের ভাবনা অপরিসীম। চাইলেই সেসব ভাবনা নিজের মধ্যে লালন করা যায় না। ভাবনা পর্যন্ত সীমাবদ্ধ থাকা যে শ্রেয়, একজন সাধারণ মানুষও সেটি বোঝেন। ধরুন আপনার মনে জাগতেই পারে, ডোনাল্ড ট্রাম্পের স্থানে আপনিই হবেন আমেরিকার প্রেসিডেন্ট। কিংবা আপনার মনে হতেই পারে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যথাযোগ্য প্রেসিডেন্ট নন। তাই তাঁকে সরিয়ে দি য়ে আপনি বা আপনার যোগ্য ব্যক্তিকে সেখানে বসাবেন। এই ভাবনার পক্ষে আপনি যুক্তি দেখাতে পারেন। রাজ্যের যুক্তি থাকতেই পারে আপনার কাছে। তাই বলে এর বাস্তবায়নে কোনো অনৈতিক কাজ আপনার ধারা হতে পারে না। শুধু তাই নয়, আপনার লেখার মাধ্যমে অন্যকেও উস্কানি দেওয়া যাবে না। 
ফেসবুক ও অবস্থান: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়, আলোচিত বা সমালোচিত যাই বলি না কেন, সবচেয়ে সেরা সোশ্যাল নেটওয়ার্ক যে ফেসবুক তা একবাক্যে সবাই স্বীকার করবে। ১৩ বছরের বেশি যে কেউ ফেসবুকে নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। নিজের ভাবনা শেয়ার করতে পারে। অন্যের ভাবনার ব্যাপারে মতামত দিতে পারে। কিন্তু আপনি পারেন না অন্যের মতামতের বিরুদ্ধে মারামারি করতে। অন্যের মতামত যদি আপনার পছন্দ না হয় তবে আপনি সেটি অস্বীকার করতে পারেন, বা সেই মতামত কেন আপনার পছন্দ নয়, সেই যুক্তি দিতে পারেন। এমনও হতে পারে, ওই ব্যক্তির জানা কম তাই সে অমনটাই ভাবছে। আপনি যদি তাঁকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে পারেন, তিনি আপনার যুক্তি মেনেও নিতে পারেন। তাই বলে প্রকাশ্যে হানাহানি নয়। ফেসবুকে একটি সংবাদ পেলেই এটির তথ্যসূত্র নিশ্চিত না হয়ে সেটি শেয়ার করা থেকে বিরত থাকাই শ্রেয়। তেমনি কোনো ঘটনা পুরোপুরি না জেনে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়াও উচিত নয়।
ব্লগিং: আপনি হয়তো শখের বশেই ব্লগিং শুরু করেছিলেন। কিন্তু সেটি এখন আপনার অস্তিত্বের প্রধান হাতিয়ার। তাই বলে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন না আপনার ব্লগের পাতায়। সুনির্দিষ্ট যুক্তি ছাড়া কিছু বলা কখনোই সেটি বুদ্ধিমানের কাজ হতে পারে না। 
সন্তুষ্টির পথে: অনলাইন জগতের ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কে আমাদের হতে হবে স্বাধীন, স্বেচ্ছাচারী নয়। আমাদের হতে হবে স্মার্ট, কিন্তু অযৌক্তিক কিছু নয়। জীবন সুন্দর আর উপভোগ্য করতে হলে আপনাকে থাকতে হবে নির্মল। u

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক আপন র মত মত

এছাড়াও পড়ুন:

ওমর সানীর ‘ব্ল্যাক মানি’, মোশাররফ করিমের ‘খুচরা পাপী’

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ বুধবার ঈদের তৃতীয় দিন বৈশাখী টিভি, নাগরিক টেলিভিশন ও এনটিভিতে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’, অতিথি: কণ্ঠশিল্পী চম্পা শীলা দেবী। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’, অতিথি: কণ্ঠশিল্পী লিজা ও তাঁর দল। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর।

বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক শাশুড়ির বিয়ে। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক লন্ডনি জামাই। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক কামিনা আমিনা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ট্রাক ড্রাইভার। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক সেইম সেইম। অভিনয়ে মোশাররফ করিম, প্রভা, পাভেল, চিত্রলেখা গুহ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক হৃদয়ে তুমি। অভিনয়ে আবদুন নূর সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ।

নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’, শিল্পী: আসিফ। সকাল ৮টায় নাটক আই লাভ ইউ টু। রাত ৮টায় নাটক ‘আদুরে মেয়ে’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: বিউটি ও সাগর বাউল।

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ