রাজবাড়ীতে একটি যানের ধাক্কায় আহত গন্ধগোকুলকে আট দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে গতকাল শনিবার বিকেলে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে রাজবাড়ীর শ্রীপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় গন্ধগোকুলটি আহত হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে সাংবাদিক লিটন চক্রবর্তী এটিকে উদ্ধার করে রাজবাড়ীর জমিদার বাড়ি জীববৈচিত্র্য রক্ষা কমিটির আশ্রয়ে নিয়ে আসেন। আট দিন ধরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওমর ফারুকের পরামর্শে প্রাণীটির চিকিৎসা করা হয়। সুস্থ হয়ে উঠলে শনিবার বিকেলে এটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরামঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লিটন চক্রবর্তী, শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দিলু, আরামঘর শিশুনিকেতনের সংগীত শিক্ষক রেজওয়ান হোসেন, নাট্যশিল্পী শাহ মো.
প্রাণিসম্পদ কর্মকর্তা ওমর ফারুক জানান, গন্ধগোকুল একটি বিলুপ্তপ্রায় প্রাণী।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাঁটার নিয়মগুলো মানছেন তো?
ছবি: প্রথম আলো