রাজধানী থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার
Published: 1st, March 2025 GMT
রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ক্রিসেন্ট রোডের একটি বাড়ির চারতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে ক্রিসেন্ট রোডের একটি বাড়ির চারতলা থেকে কলাবাগান থানা-পুলিশ রেমার ঝুলন্ত মরদহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। পরিবারের কাছ থেকে জানা গেছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন তিনি। বেশ কিছু দিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছিলেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা ২০০৯-১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার রামপুরা গ্রামে। তার বাবার নাম লিডিং স্টোন রেমা। ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দেম্বেলের গোলের পর দোন্নারুম্মার বীরত্ব, আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল পিএসজি
আর্সেনাল ০–১ পিএসজি
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ৬০ হাজার দর্শকের আসন হয়তো তখনো সেভাবে গরম হয়নি। হয়তো কোনো কিছু বুঝে উঠতেও পারেননি। এর মধ্যেই আচমকা এক আক্রমণ থেকে গোল!
এই গোল দেখতে নিশ্চয় প্রস্তুত ছিলেন না আর্সেনাল সমর্থকেরা। কারণ, জালটা যে কেঁপেছে আর্সেনালেরই। কাঁপিয়েছেন উসমান দেম্বেলে।
সেমিফাইনালের প্রথম লেগের চতুর্থ মিনিটে দেম্বেলের গোলের পর গোলপোস্টের নিচে বীরত্ব দেখিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর্সেনালের অন্তত পাঁচটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দেম্বেলের গোল আর ইউরোজয়ী দোন্নারুম্মার অসাধারণ সেভগুলোই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাতে আর্সেনালকে তাদেরই মাঠে ১–০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি।
বিস্তারিত আসছে...