গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমরিয়া ইউনিয়নবাসীর এক যুগের দুর্ভোগ অবসান হতে চলেছে। একটি সেতুর সংযোগ সড়ক না থাকায় তাদের এ দুর্ভোগ পোহাতে হয়। সেই সংযোগ সড়ক নির্মাণ শুরু হয়েছে।
নিম্ন জলাভূমি ও বিলবেষ্টিত ইউনিয়ন ডুমরিয়া। পশ্চাদপদ এ ইউনিয়নে সড়ক সংযোগ ছিল না। উপজেলা ও জেলা সদরের সঙ্গে ডুমরিয়া ইউনিয়নের যোগাযোগ ত্বরান্বিত করতে সড়ক সংযোগের আওতায় আনার পরিকল্পনা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ডুমরিয়া ইউনিয়ন পরিষদ অফিস থেকে টুঙ্গিপাড়া উপজেলা সদর সড়ক নির্মাণের আগেই শৈলদহ নদীর ডুমরিয়া বাজার পয়েন্টে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালে ১৩০ মিটার সেতু নির্মাণ করা হয়। সেতুর দুই মাথায় মাটি ফেলে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। এ সেতু দিয়ে মানুষ চলাচল করলেও পণ্য পরিবহন ও যানবাহন চলাচল করতে পারে না। এর মধ্যে ডুমরিয়া ইউনিয়নে সড়ক সংযোগ গড়ে ওঠে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়ক সংযোগের সঙ্গে সেতুকে সংযুক্ত করতে ২০২৩ সালে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৩০০ মিটার আরসিসি স্লাব ভায়াডাক্ট নির্মাণ শুরু করে। ইতোমধ্যে ভায়াডাক্টের মূল কাজ শেষ হয়েছে। সাটারিংয়ের কাজ গত অক্টোবরে বন্ধ হয়ে যায়। এলাকাবাসী দ্রুত এ কাজ সম্পন্ন করে সেতুটি পুরোপুরি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
ডুমরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাধনা মল্লিক জানায়, সেতুতে উঠতে নামতে তাদের খুব কষ্ট হয়। এ কষ্ট লাঘবের ব্যবস্থা দ্রুত করে দিতে হবে।
নবম শ্রেণির শিক্ষার্থী দেবাংশু বিশ্বাস জানায়, সাইকেল ঘাড়ে করে তাকে সেতুতে উঠতে ও নামতে হয়। এ সময় একটু অমনোযোগী হলে ঘটে দুর্ঘটনা। এতে তাদের দুর্ভোগের শেষ নেই। তারা দুর্ভোগ থেকে মুক্তি চায়।
ডুমরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মণ্ডল বলেন, সেতুটির দু’পারেই রাস্তা হয়েছে। রাস্তার সঙ্গে সেতুর সংযোগ স্থাপনের কাজ শুরু হয় প্রায় ২ বছর আগে। গত অক্টোবরে এ কাজ বন্ধ হয়ে যায়। তিনি দ্রুত কাজটি সম্পন্ন করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি জানান।
ডুমরিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য শ্যামলী গাইন বলেন, সেতু হয়েছে। এতে তাদের দুর্ভোগের অবসান হয়নি। এ সেতু দিয়ে গ্রামের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সব শ্রেণিপেশার মানুষ চলাচল করতে পারে। সংযোগ সড়কের অভাবে যানবাহন চলাচল করতে পারে না। এখানে উৎপাদিত ধান, পাট, সবজি, টমেটো, কৃষিপণ্য, খামরের মাছ, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ অন্যান্য পণ্য পরিবহন করা যায় না। এতে পণ্য বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য পাওয়া থেকে তাদের এলাকার কৃষক ও খামারিরা বঞ্চিত হচ্ছেন। সেতুর সংযোগ সড়ক স্থাপন করে এ সমস্যা দ্রুত সমাধান করতে হবে।
গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ, নকশা ও স্থানীয় আরও কিছু জটিলতার উদ্ভব হয়। তারা স্থানীয় লোকজন ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব জটিলতা নিরসন করেছেন। দ্রুতই কাজ শুরু হবে। আগামী জুলাই মাসের মধ্যে সেতুর সংযোগ সড়ক নির্মাণ শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এরপর এ সেতু দিয়ে মানুষের পাশাপাশি যানবাহন ও পণ্য পরিবহন করা সম্ভব হবে। এতে প্রায় এক যুগের দুর্ভোগ অবসান হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ত র স য গ সড়ক সড়ক ন র ম ণ স য গ সড়ক ন সড়ক স য গ অবস ন
এছাড়াও পড়ুন:
ওমর সানীর ‘ব্ল্যাক মানি’, মোশাররফ করিমের ‘খুচরা পাপী’
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ বুধবার ঈদের তৃতীয় দিন বৈশাখী টিভি, নাগরিক টেলিভিশন ও এনটিভিতে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’, অতিথি: কণ্ঠশিল্পী চম্পা শীলা দেবী। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’, অতিথি: কণ্ঠশিল্পী লিজা ও তাঁর দল। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর।
বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক শাশুড়ির বিয়ে। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক লন্ডনি জামাই। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক কামিনা আমিনা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ট্রাক ড্রাইভার। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক সেইম সেইম। অভিনয়ে মোশাররফ করিম, প্রভা, পাভেল, চিত্রলেখা গুহ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক হৃদয়ে তুমি। অভিনয়ে আবদুন নূর সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’, শিল্পী: আসিফ। সকাল ৮টায় নাটক আই লাভ ইউ টু। রাত ৮টায় নাটক ‘আদুরে মেয়ে’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: বিউটি ও সাগর বাউল।