২০১৭-১৮ মৌসুম থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেললেও এবার হঠাৎ দলবদলে অংশ নেয়নি বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাব।

নিয়ম অনুযায়ী, দলবদলে এন্ট্রি নিয়ে অংশগ্রহণ না করলে তিন মৌসুম ক্লাব লাইসেন্সিং করার সুযোগ হারানোর পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হয়।

আজ লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সঙ্গে সভা করেছে বিসিএলের ক্লাবগুলো। যে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে দলবদলে অংশ না নেওয়ায় বাইলজ অনুযায়ী, এবারসহ তিন মৌসুম নোফেল ক্লাব লাইসেন্সিং করতে পারবে না। পাশাপাশি পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ থাকছে না তাদের।

আরও পড়ুনজরিমানার তোয়াক্কা না করেই বাফুফের দুই লিগে খেলছে না ৩ দল২১ জুন ২০২৪

এ ছাড়া ডিসিপ্লিনারি কমিটি আর্থিক শাস্তি ঘোষণা করতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি বাফুফে।
সভার সিদ্ধান্ত নিয়ে প্রথম আলোকে সংক্ষেপে জানিয়েছেন ফরাশগঞ্জের কর্মকর্তা বাবুরাম, ‘আমাদের কিছু দাবি ছিল। তারা সেসব নিয়ে ইতিবাচক। খেলা শুরুর আগে একটা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ক্লাবগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে’

বাংলাদেশের ফুটবলে জাতীয় দলের ম্যাচ মানেই ঘরোয়া খেলা বন্ধ। অনূর্ধ্ব-২৩ দলের খেলা থাকলেও ঘরোয়া ফুটবলের ঝাঁপি বন্ধ। মাসখানেক তো বন্ধ থাকেই। এবারও ব্যতিক্রম হয়নি, বরং বন্ধ থাকার সময় দেড় মাসে পৌঁছেছে।

প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল ২৫ জানুয়ারি। এরপর দ্বিতীয় পর্বের এক রাউন্ড হয়েছে ২১ ও ২২ ফেব্রুয়ারি। ২৫ মার্চ শিলংয়ে জাতীয় দলের ভারত ম্যাচ শেষে লিগ শুরু হবে ১১ এপ্রিল। প্রথম পর্বের পর পুরোদমে দ্বিতীয় পর্ব শুরু হতে আড়াই মাস পার!

ফিফার নিয়ম অনুযায়ী, দলবদলের জন্য দুই ধাপে সর্বোচ্চ ১৬ সপ্তাহ নেওয়া যায়। বাফুফে চাইলে তা কমিয়েও আনতে পারত। কিন্তু বাফুফে সর্বোচ্চ সময়ই নিয়েছে বরাবর। জাতীয় দলের খেলা না থাকলেও এবার দ্বিতীয় পর্ব শেষে মধ্যবর্তী দলবদলের জন্য বিরতি পড়ত ২৮ দিনের। মধ্যবর্তী দলবদলের সময়টা বাদ দিলেও জাতীয় দলের একটা মাত্র ম্যাচের জন্য লিগ বন্ধ থাকছে ৪৭ দিন!

জাতীয় দলের ক্যাম্প শুরুর প্রথমদিন রিপোর্টিং শেষে কোচ হাভিয়ের কাবরেরাসহ অন্য কোচিং স্টাফদের সঙ্গে জামাল-নোভাদের ফটোসেশন। শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ক্লাবগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে’