ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতর থেকে ডিপ্লোমা প্রকৌশলীর মরদেহ উদ্ধার
Published: 1st, March 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমরা ইউক্রেনের সঙ্গে আছি, লন্ডনে বৈঠকে জেলেনস্কিকে বললেন স্টারমার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে আছি।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে এই দুই নেতা বৈঠক করলেন। ওয়াশিংটনে শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর যুক্তরাজ্য সফরে গেছেন জেলেনস্কি।
আরও পড়ুন১০ মিনিটের উত্তাপে কীভাবে ট্রাম্প-জেলেনস্কির আলোচনা ভেঙে গিয়েছিল৮ ঘণ্টা আগে১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছলে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। পরে দুনেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় স্টারমার বলেন, ‘যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব।’
স্টারমার ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য ‘অটল সংকল্পের’ কথাও পুনর্ব্যক্ত করেন। বিবিসি বলছে, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য।
আরও পড়ুনবাগ্বিতণ্ডার পর ট্রাম্প কি আর অস্ত্র সহায়তা দেবেন, কী করবেন জেলেনস্কি ১২ ঘণ্টা আগেসমর্থনের জন্য স্টারমারকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘এমন অংশীদার ও বন্ধু পেয়ে আমরা গর্বিত।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুদ্ধের একেবারে শুরু থেকেই এতবড় সমর্থন জোগানোর জন্য আমরা যুক্তরাজ্যের নাগরিকদের ধন্যবাদ জানাতে চাই।’
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে রোববার জেলেনস্কির সাক্ষাৎ হওয়ার কথা। এই সাক্ষাতের আবেদন মঞ্জুর করায় রাজাকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
আরও পড়ুনজেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল১৩ ঘণ্টা আগেএর আগে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলেনস্কি। বৈঠকে নজিরবিহীন বাগ্বিতণ্ডায় জড়ান দুনেতা।
উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলন। এর পরপরই হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায়।
আরও পড়ুনবাগ্বিতণ্ডায় জড়ালেও ট্রাম্পের প্রশংসায় রিপাবলিকানরা, জেলেনস্কির পাশে ইউরোপীয় মিত্ররা২৮ ফেব্রুয়ারি ২০২৫