জামালপুর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা শহরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের নেতৃত্বে শহরের বাজার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সাবেক সহসভাপতি মো.

মোশারফ হোসেন খান, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মণ্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবর রহমান (জ্বিলানী), জেলা ছাত্রদলের সহসভাপতি সাহাদত হোসেন, মেলান্দহ উপজেলা বিএনপির নেতা আজম খান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান জেলা বিএনপির কমিটি একটি মেয়াদোত্তীর্ণ কমিটি। এ কমিটি ভেঙে দেওয়া জরুরি হয়ে পড়েছে। দ্রুত মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করতে হবে। সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য় দ ত ত র ণ কম ট ব এনপ র স

এছাড়াও পড়ুন:

ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও ভাইরাল (ভিডিও)

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা। তবে ঈদ সালামি ও ঈদ উপহার বাবদ ওই টাকা দলের নেতাকর্মীদের দিয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজের ফেসবুকের পেজে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা রয়েছে- ‘সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।’

ভিডিওতে দেখা যায়, মাসুদুর রহমান মাসুদের চারপাশে ঘিরে আছেন প্রায় ত্রিশ জন যুবক। তাদের সামনে এক হাজার টাকা ও পাঁচশ টাকার নোটের বান্ডিল থেকে টাকা গুনে আশেপাশের যুবকদের মাঝে বিলি করছেন। এ সময় ছাত্রদল নেতা মাসুদের পাশে থাকা এক যুবককে টাকা গুনতে সহায়তা করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ দিয়ে আমি প্রতিবছর নেতাকর্মীদের ঈদ উপহার ও ঈদ সালামি দিয়ে থাকি। 

তবে এ বছর সময় স্বল্পতার কারণে নেতাকর্মীদের পাঞ্জাবি কিনে দেওয়া সম্ভব হয়নি, যে কারণে নগদ টাকা দিয়েছি। সর্বমোট দুই লাখ টাকা দিয়েছি। তাছাড়া দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ও তাদেরকে ঈদ উপহার দেওয়া কোনো দোষের কিছু নয়। 

আমাদের নেতা তারেক রহমান ঈদ উপহার দেওয়ার নানা নির্দেশনা রয়েছে। সুতরাং আমি দলের নেতাকর্মীদের ঈদ উপহার দিয়েছি।

তিনি বলেন, মূলত এই ভিডিওটি আমি করিনি। আমার পেজের বেশ কয়েকজন এডমিন রয়েছে। তাদের মধ্য থেকে কেউ একজন এই ভিডিওটি করে পেজে প্রকাশ করেছেন। 

তবে এভাবে ভিডিওটি প্রকাশ করা উচিত হয়নি। ভবিষ্যতে আমাদের আরও সতর্ক হওয়া উচিত।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও ভাইরাল (ভিডিও)