বিভাগ ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছেন এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শনিবার (১ মার্চ) আনুমানিক দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। 

জানা যায়, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ফুড ইঞ্জিনিয়ারিং’ করা এবং বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিগ্রির নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা প্রায় চার মাস ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন আসছেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল, তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। কিন্তু গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় আশ্বাস অনুযায়ী দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করে।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিত রেলপথ অবরোধ

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

দাবি পূরণ না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে ও ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিভাগটির শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন ও অবরুদ্ধ থাকার ফলে প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, প্রাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালকসহ এপিপিটি বিভাগের শিক্ষকরা দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আন্দোলন স্থগিত করতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের কথায় আশ্বস্ত না হয়ে আন্দোলন চালিয়ে যান।

পরে বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

আল মামুন উপস্থিত হয়ে শিক্ষার্থীদর সঙ্গে কথা বলে দ্রুত সময়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে প্রশাসনিক ভবন ত্যাগ করেন।

এ বিষয়ে এপিপিটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসাইন বলেন, “দীর্ঘ ৪ মাস ধরে আমরা আন্দোলন করেছি। আমাদের দাবি আদায়ের জন্য প্রশাসন থেকে আশ্বাস দিলে আমরা ক্লাসে ফিরে যাই। কিন্তু পরপর দুইটি রিজেন্ট বোর্ড হলেও আমাদের দাবি না মেনে তারা আবার সেই পূর্বের মতো ডিগ্রি দিতে চায়। এটা জনতে পেরে আজ আবার আন্দোলনে নামতে বাধ্য হই।”

তিনি বলেন, “আমরা যেহেতু সব কোর্স ও কারিক্যুলাম অনুযায়ি ইন্জিনিয়ারিংয়ের যোগ্য এবং ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় পরিবর্তন করেছে, তাই আমাদের দাবি মানতে হবে। আমাদের আশ্বাস দেওয়া ফুড ইন্জিনিয়ারিং ডিগ্রি ও বিভাগ আমরা চাই। যেহেতু কোষাধ্যক্ষ স্যার আবার বিষয়টি দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন, তাই আজকের মতো অবরোধ স্থগিত ঘোষণা করছি।” দাবি আদায় না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারীও দেন তিনি।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ আম দ র অবর ধ

এছাড়াও পড়ুন:

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার সকালে র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

এর আগে শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি শাহাদাত হোসেন টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে স্ত্রীকে হত্যার মামলায় তার মৃত্যুদণ্ড হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্যান্য বন্দিদের সঙ্গে শাহাদাত হোসেন পালিয়ে যায়। পলাতক আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তারে র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামির অবস্থান শনাক্তের জন্য সর্বাত্মক চেষ্টা করে। পরে দীর্ঘ সাত পর র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার তাকে গ্রেপ্তার করে।

সম্পর্কিত নিবন্ধ