সারাদিন বর্ণিল সব আয়োজনে বিআইজেএফ ‘ফ্যামিলি ডে-২০২৫’ উদযাপন করেছে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সরকারি তালিকাভুক্ত পেশাজীবী সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
দুই-তৃতীয়াংশের বেশি সদস্যের উপস্থিতিতে গাজীপুরের পূবাইল সোশিও-কালচারাল সেন্টারের রিসোর্ট প্রাঙ্গন হয়ে ওঠে উৎসবমুখর। সদস্য পরিবারের শিশু-কিশোর আনন্দ উল্লাসে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
ছেলেদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট স্ট্যাম্পে বল নিক্ষেপ, ছোট ও বড় বাচ্চাদের চকলেট কুড়ানো, নারীদের পিলো পাসিং ও ঝুড়িতে বল নিক্ষেপে অংশ নেন আগ্রহীরা। সদস্যরা পরিবার নিয়ে বিলে বোট রাইডিং করেন। বিকেলে ছিল পিঠার আয়োজন। সান্ধ্য আয়োজনে আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের মাধ্যমে পরিসমাপ্তি হয় দিনব্যাপী উদযাপন।
বিআইজেএফ সদস্যদের বার্ষিক পারিবারিক মিলনমেলায় উৎসাহ দিয়েছেন আইসিটি ও বাণিজ্যিক সংগঠনের নেতারা। বাক্বো’র সভাপতি তানভীর ইব্রাহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ, চালডাল ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ, ই-ক্যাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো.
বিআইজেএফ সাধারণ সম্পাদক সাব্বিন হাসান আয়োজনের উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন সভাপতি হিটলার এ. হালিম। সংগঠনের সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য এনামুল করিম কার্যক্রমে অংশ নেন।
সার্বিক সহযোগিতায় অংশ নেয় ভিভো, শাওমি, অপো, ই-জেনারেশন, স্মার্ট টেকনোলজিস, সিম্ফোনি, গিগাবাইট, টেকনো, ইনফিনিক্স, স্কাইটেক, রিয়েলমি, গ্লোবাল ব্র্যান্ড, স্পেকট্রাম, আইটেল, আইএসপিএবি, বাক্বো, বেসিস, ওপাস কমিউনিকেশন, ইরা ইনফোটেক, অ্যাডফিনিক্স, রেডডেটা, ইউমিডিজি, ফুডপান্ডা, ড্যাফোডিল ইউনিভার্সিটি, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ওয়ালটন ল্যাপটপ, প্রাইডসিস আইটি, স্টারটেক, ব্যাকপেজ পিআর, আয়আল কর্প লিমিটেড, ইউসিসি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি, প্রিয়শপ, ঢাকা রিজেন্সি, বাইনারি লজিক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, কমসিটি, আস্ক টেলিকম ও চালডাল।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উর্দুভাষীদের নামে ঢালাও মামলা, রাজপথে নামার হুঁশিয়ারি মান্না ও ফুয়াদের
উর্দুভাষীদের নামে ঢালাও মামলার প্রতিবাদে রাজপথে থাকবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজও এতে সমর্থন জানিয়েছেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা এ ঘোষণা দেন। ‘উর্দুভাষী সংখ্যালঘু ও তাদের নেতাদের বিরুদ্ধে মামলার বিষয়ে কর্মসূচি নির্ধারণ শীর্ষক’ ওই বৈঠকে কঠোর কর্মসূচির কথা জানান উর্দুভাষী নেতারা। ঢালাও মামলা প্রত্যাহার না করলে আত্মাহুতি কর্মসূচি ঘোষণা করেন আয়োজক সংগঠনের সভাপতি সাদাকাত খান ফাক্কু।
তবে এ ধরনের কর্মসূচি না দিয়ে রাজপথে থাকার পরামর্শ দেন মাহমুদুর রহমান মান্না ও আসাদুজ্জামান ফুয়াদসহ অন্য অতিথিরা। তারা বলেন, আত্মাহুতি কোনো সমাধানের পথ নয়। ঢালাও মামলার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। উর্দুভাষীরা যদি এই বিষয়ে আন্দোলনের ডাক দেন, তাহলে তাদের সঙ্গে নাগরিক ঐক্য, গণফোরাম, এবি পার্টি, বাসদসহ সব রাজনৈতিক দল রাজপথে নামবে।
মান্না বলেন, ফাক্কু ও তাঁর সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২০১২ সাল থেকে আমাদের সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এজন্য তখন তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। চব্বিশের আন্দোলনের পর ফাক্কু ছাত্র হত্যা মামলার আসামি হবেন, এটা ভাবতেও অবাক লাগে। যত দ্রুত সম্ভব এসব মামলার তদন্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে হবে।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আত্মহত্যার মতো কর্মসূচি দিয়ে ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করা যাবে না। এসব মামলা প্রত্যাহার করতে সরকার ও প্রশাসনকে বাধ্য করতে হবে। এজন্য তীব্র আন্দোলন করতে হবে।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, মোহাজির রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট (এমআরডিএম) সভাপতি ওয়াসি আলম বশির প্রমুখ।