গত ১৯ ফেব্রুয়ারি বাবার জানাজায় অংশ নিতে দুবাই থেকে দেশে ফেরেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা তোফাজ্জল হোসেন। ২৮ ফেব্রুয়ারি তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাসায় ব্যাগ গোছাতে গিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। কোনোভাবেই পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না। এ কারণে তাঁর দুবাইযাত্রা বাতিল হয়।

উপায়ন্ত না দেখে তোফাজ্জল হোসেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। তিনি আশঙ্কা করছিলেন, দুবাই থেকে ফেরার সময় বিমানবন্দরের কোনো এক জায়গায় পাসপোর্টটি হারিয়েছিলেন। তাঁর আশঙ্কাই সত্য হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষে তাঁর আশঙ্কা আমলে নিয়ে খোঁজ শুরু করে। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তোফাজ্জল হোসেনের পাসপোর্টটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ শনিবার দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা শাখার সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খোয়া যাওয়া পাসপোর্টটি তোফাজ্জলের হাতে তুলে দেন।

ঘটনার বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, সম্ভাব্য কয়েকটি পয়েন্টের সব সিসিটিভি ফুটেজ যাচাই করে পাসপোর্টটি পাওয়া গেছে। এ কাজে প্রচুর সময় দিতে হয়েছে। পাসপোর্ট ফিরে পেয়ে তোফাজ্জল হোসেন দারুণ উচ্ছ্বসিত। এখন তিনি দুবাইয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি সই হওয়া জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ ০৯ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। নমুনা পরীক্ষার পর চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে।

সম্পর্কিত নিবন্ধ