ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন ক্রিকেটাররা
Published: 1st, March 2025 GMT
বেশ জাঁকজমকপূর্ণ ট্রফি উন্মোচন অনুষ্ঠানই হলো। রঙিন পোশাকে অধিনায়কেরা দাঁড়ালেন, তাঁদের জন্য বড় মঞ্চ তৈরি ছিল আগেই। সবার গায়ে বিভিন্ন রঙের জার্সি, ট্রফিটা নিয়ে এলেন গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর নেতৃত্বে থাকা মোসাদ্দেক হোসেন।
এত সব আয়োজনের আড়ালে ঢাকা প্রিমিয়ার লিগে আছে অবশ্য বিষাদের সুর। এই টুর্নামেন্ট দেশের বেশির ভাগ ক্রিকেটারের জন্যই রুটি–রুজির উৎস। অথচ এবার প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমে গেছে কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের বেশি।
এ নিয়ে খেলোয়াড়দের আফসোস শোনা যাচ্ছিল আগে থেকেই। ওই সুর বাজল ট্রফি উন্মোচন মঞ্চেও। গত বিপিএলে পারিশ্রমিক নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। জাতীয় দলের সাবেক ও মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল সেটি মনে করেই যেন মিরপুরে আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বললেন, ‘আমি সব সময় মনে করি, প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে এতটুকুই চাওয়া থাকবে।’
ট্রফি নিয়ে আসেন গতবারের চ্যাম্পিয়ন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পায়ে তেল মালিশে দূর হবে ঘুমের সমস্যা
ব্যস্ত জীবন এবং নানামুখী চাপের কারণে অনেকেরই রাতে ভালোভাবে ঘুম হয় না। এর ফলে সারাদিন ঝিমঝিম লাগে, কাজে মনোযোগের ঘাটতি হয়। কেউ কেউ ঘুম না আসায় গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন।
সুস্থ জীবনযাপনের জন্য মানসিক চাপ কমানো এবং শান্তিপূর্ণ ঘুম খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও পর্যাপ্ত ঘুমানোর পরামর্শ দেন। যারা ক্লান্তি, পায়ে ব্যথা, অনিদ্রা এবং মানসিক চাপের সমস্যায় ভুগছেন রাতে ঘুমানোর আগে তারা পায়ের তলায় ভালোভাবে ম্যাসাজ করতে পারেন। এই পদ্ধতি ভালো ঘুমের সহায়ক হবে।
বিশেষজ্ঞদের মতে, রাতে পর্যাপ্ত ঘুম না হলেও, পায়ের তলায় তেল মালিশ করলে ভালো ঘুম হয়। পা মালিশ করলে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়, যার ফলে শরীর আরাম বোধ করে। তবে কোন তেল পা মালিশের জন্য সবচেয়ে ভালো তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
তিলের তেল
মানসিক চাপ এবং অনিদ্রা দূর করতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন এই তেল দিয়ে পায়ের তলায় ম্যাসাজ করুন। এতে থাকা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন হরমোন বাড়ায়, যা এক ধরনের সুখ হরমোন। এই তেল দিয়ে পা মালিশ করলে মুড ভালো হয়। এর ফলে ঘুমও ভালো হয়।
সরিষার তেল
আয়ুর্বেদে সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলেও বলা হয়েছে। এই তেল দিয়ে পায়ে মালিশ করলে পেশি শিথিল হয় এবং রক্ত সঞ্চালনের গতি উন্নত হয়। যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন পায়ে হালকা গরম সরিষার তেল দিয়ে ম্যাসাজ করলে আরাম বোধ করবেন। এই পদ্ধতি উদ্বেগ এবং মানসিক চাপ দূর করতেও সহায়ক বলে বিবেচিত হয়।
ল্যাভেন্ডার তেল
এই তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি পায়ের ম্যাসাজের জন্য ব্যবহার করলে বেশ আরাম পাওয়া যাবে। এই পদ্ধতি উদ্বেগ, মানসিক চাপ এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। অনিদ্রা দূর করার জন্য এটি অন্যতম সেরা প্রাকৃতিক চিকিৎসা। এর পাশাপাশি, যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি প্রতিকার হিসেবেও বিবেচিত। এই পদ্ধতি রক্ত সঞ্চালন উন্নত করে।
নারকেল তেল
নারকেল তেল দিয়ে পায়ের ম্যাসাজ করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং উদ্বেগ, বিষণ্ণতা এবং মাসনিক চাপের মতো সমস্যা থেকে মুক্তি পায়। এর পাশাপাশি, পেশি বা পায়ে ব্যথা থাকলে এই তেল লাগালে অনেক আরাম পাওয়া যাবে।
বাদাম তেল
বাদাম তেল দিয়ে পায়ের ম্যাসাজ করলে মানসিক চাপ দূর হয় এবং বিষণ্ণতা কাটিয়ে ওঠা যায়। মানসিক শান্তির জন্য, প্রতিদিন এই তেল দিয়ে আপনার পায়ের তলায় ম্যাসাজ করুন। এতে উপকার পাবেন।
সূত্র: ইন্ডিয়া টিভি