বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু) বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে বিদেশে মৃত্যুবরণ করেছেন। অথচ বাংলাদেশের ক্রিকেট বিশ্বের বুকে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার পেছনে মূল অবদান ছিল আরাফাত রহমানের। তিনি ক্রীড়া সংগঠক ছিলেন, কোনো রাজনীতি করতেন না। বিগত ফ্যাসিস্ট সরকার এ মানুষটিকে নির্যাতন থেকে রেহাই দেয়নি।

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা সুলতান সালাউদ্দিন। মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলার আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.

সাইদুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর মৃধা, পৌর কৃষক দলের আহ্বায়ক মান্নান খান, আরাফাত রহমান কোকো সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শত শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে মন্তব্য করে সুলতান সালাউদ্দিন বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে বিএনপির অসংখ্য নেতা-কর্মী শহীদ হয়েছেন। এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন। বিএনপির নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতন উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশা আল্লাহ, বিজয় আমাদের হবেই।’

চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণকারী মির্জাপুর কিংস একাদশ ও মির্জাপুর লিজেন্ড একাদশ অংশ নেয়। খেলা শেষে বিজয়ী মির্জাপুর কিংস একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর ফ ত রহম ন ক ক ব এনপ র সরক র

এছাড়াও পড়ুন:

পুতিনের ওপর কেন ‘রেগে’ আছেন ট্রাম্প, পরিণাম কী হতে পারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।

পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেন

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।

তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ