শরীয়তপুরের খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে আহত ৫ ডাকাতের মধ্যে আরো এক ডাকাতের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ঘটনায় গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু হয়েছে। 

শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অন স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.

আসাদুজ্জামান। তিনি বলেন, সকালে গণপিটুনিতে ৫ ডাকাতকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে অজ্ঞাত এক ডাকাতের মৃত্যু হয়। আহত আরো ৪ ডাকাত হলেন- মো. সজীব (৩০), মো. রিপন (৪০), মো. আনোয়ার (৩৫) ও সাইদ(৩৮)। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের ভর্তি দেননি চিকিৎসক।

তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোট নিয়ে পালিয়ে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা তাদের গতিরোধ করে। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হয় বেশ কয়েকজন স্থানীয় লোকজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় ৭ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

আসাদুজ্জামান আরো জানান, তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করে পুলিশ। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেলে আনলে সন্ধ্যায় একজন মারা যায়।

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণপ ট ন ত

এছাড়াও পড়ুন:

ফ্রান্সজুড়ে ডানপন্থীদের বিক্ষোভের ডাক

ফ্রান্সের ডানপন্থী পার্টি ন্যাশনাল র‍্যালি (আরএন) নেতা জর্ডান বারডেলা দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। দলটির প্রধান মারিন লো পেনের বিরুদ্ধে আদালতের আদেশের বিরুদ্ধে এ সপ্তাহে বড় বিক্ষোভ করার ডাক দেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে মারিন লো পেনকে সাজা দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।

আদালত লোর ওপর সরকারি দায়িত্ব পালনে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করেছেন। গত সোমবার প্যারিসের একটি আদালত এ রায় দেন। এর ফলে তিনি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। তবে আদালতে আপিল করে জিতে গেলে তাঁর জন্য নির্বাচনে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।

মাইকেল বি জর্ডান

সম্পর্কিত নিবন্ধ