মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব শেষ হলো ‘ইংগিত’ নাটক মঞ্চায়নের মাধ্যমে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই নাট্যোৎসব। দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে ৮টি বিভাগে নির্বাচিত ১৬টি নাটক নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার শিল্পকলা জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হওয়া এই নাটকের নাট্যভাবনা, পরিকল্পনা, আলো ও নির্দেশনায় ছিলেন সুবীর মহাজন। সহকারী নির্দেশনায় ছিলেন আছাদ বিন রহমান ও পরিবেশনায় ছিল বান্দরবান পার্বত্য জেলা শিল্পকলা একাডেমি। বান্দরবানের বসবাসরত বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষ এতে অংশ নেন।

নাটকের দৃশ্যপটে দেখা যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে তরুণদের বড় একটি অংশ হতাশায় নিমজ্জিত। অথচ তারুণ্যই বারবার পথ খুঁজে দিয়েছে। বহুভাষার মানুষের জেলা বান্দরবানের এক তরুণ বর্তমানের নানা পারিপার্শ্বিকতায় ক্লান্ত হয়ে যখন ঘুমের রাজ্যে, ঠিক তখন তার চোখজুড়ে ফিরে আসে শৈশব-কৈশোর। ক্লান্ত শরীর তাকে ফিরিয়ে নিয়ে আসে বাস্তবে। স্বপ্নের ঘোরে সে ঘুরে বেড়ায় প্রকৃতির রাজ্য বান্দরবানে, যেখানে রয়েছে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় বিশাল ভাণ্ডার। ঘুম তাকে ফিরিয়ে দেয় সোনালী সময়। যখন বর্তমানে ফিরে আসে নানা জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে। সিস্টেম নামে এক জগদ্দল পাথর সরাতে চায় সে। পাহাড় আর সমতলকে সাংস্কৃতিক বৈচিত্রের এক সুতায় মেলবন্ধন ঘটাতে সে বদ্ধপরিকর।

১৫ দিনব্যাপী কর্মশালার মধ্যে দিয়ে নাটকটি নির্মাণ করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ন দরব ন

এছাড়াও পড়ুন:

ফাহামিদুলের ‘দ্বিতীয় পরীক্ষা’ নিতে চান কোচ কাবরেরা

ভারত ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাঁকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা।

যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের মুণ্ডুপাতে মাতেন সমর্থকেরা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সভায় সেই ফাহামিদুলকে নিয়ে চলে আলোচনা।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম সাংবাদিকদের কাছে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ‘সভায় ভারত ম্যাচ নিয়ে অনেক আলোচনা হয়েছে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেটি নিয়েও কথা হয়েছে। এরপর আমরা কোচকে বলেছি, ফাহামিদুলকে দলে রাখার বিষয়টি বিবেচনা করে দেখতে। এখন কোচ কী করবেন, সেটা তাঁর ব্যাপার।’

বাফুফে ভবনে আজ জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

সম্পর্কিত নিবন্ধ