দুর্নীতি-অন্যায় করবে না, অন্যদেরও করতে দেবে না এমন অঙ্গীকার ক‌রে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ গোলাম সরওয়ার ও ফরিদ আহমেদ মজুমদারের নেতৃত্বাধীন হজ্জ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নতুন কার্যনির্বাহী পরিষদ কমিটি।

শনিবার (০১ মার্চ) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা এই দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নতুন সভাপতির দায়িত্ব নিয়ে সৈয়দ গোলাম সরওয়ার বলেন, আমি দুর্নীতি-অন্যায় করব না, অন্যদের করতে দেব না। এটাই আগামী দিনে চলার অঙ্গীকার। যতক্ষণ পর্যন্ত মানব কল্যাণে সৎ ও সত্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি ততক্ষণ পর্যন্ত থাকব। হজ্জ যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব।

তিনি বলেন, এবার হজ ব্যবস্থাপনা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ মিনারের লোকেশন, তাঁবু, বাড়িভাড়া এবং ট্রান্সপোর্ট বুকিং দেওয়া হয়নি। এক্ষেত্রে বিভিন্ন দেশ এগিয়ে থাকলেও আমরা অনেক পিছিয়ে আছি। আগে এজেন্সিগুলোর বুকিং দেওয়ার দায়িত্ব থাকলেও এখন ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব। টাকা জমা দেওয়ার পর এই কাজ অনেকটাই স্থবির রয়েছে। তাই মিনারের লোকেশন বরাদ্দসহ বাকি কাজ আরেকটু গতিতে এগিয়ে নিতে সরকার ও ধর্ম মন্ত্রণালয়কে প্রতি আহ্বান জানান।  

মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, বিগত কয়েক বছরে হাবের নেতৃত্বে কোনো গতিশীলতা সৃষ্টি হয়নি। বিশেষ করে সদ্য বিদায়ী কমিটির শীর্ষ নেতৃত্বের ক্ষমতার একচ্ছত্র ব্যবহারের ফলে মন্ত্রণালয়ের সাথে হাবের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আমরা সে দূরত্ব কমিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। হজের বাড়তি টাকা নিয়ে জনগণের মধ্যে যেসব নেতিবাচক ধারণা রয়েছে, সেগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। এ ব্যাপারে এজেন্সি মালিকদের পাশাপাশি সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় সাবেক সভাপতি আব্দুস শাকুর, জামাল উদ্দিন, ইবরাহীম বাহার, আব্দুস সোবহান ভূঁইয়া হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৫-২৭ সালের মেয়াদকালের ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শামীম সাঈদী, সহ সভাপতি হাফেজ নুর মোহাম্মদ, শরীয়ত উল্লাহ সহীদ ও মোহাম্মদ আবদুল হক। যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, মোহাম্মদ আবদুল মালেক ও মুহাম্মদ আবদুল কাদির। অর্থসচিব মোহাম্মদ আবদুল হামিদ, জনসংযোগ সচিব জাহিদ আলম, সাংস্কৃতিক সচিব মো.

কাউছার উদ্দিনসহ ১৫ জন কার্যনির্বাহী সদস্য।

একই সময়ে ১৫ সদস্যবিশিষ্ট ঢাকা আঞ্চলিক পরিষদ, ৯ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং ৯ সদস্যবিশিষ্ট সিলেট আঞ্চলিক পরিষদ কমিটি দায়িত্ব গ্রহণ করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই সপ্তাহ পর ২২ আগস্ট পদত্যাগ করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। পরে ফারুক আহমদ সরদারকে সভাপতি এবং ফরিদ আহমেদ মজুমদারকে মহাসচিব করে হাবের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠিত হয়। কিন্তু হাবের কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দ’। পরে শুনানি নিয়ে ওই কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদ উল ইসলামকে প্রশাসকের দায়িত্ব দিয়ে ১২০ দিনের মধ্যে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়।

পরে ৪ ডিসেম্বর তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে রাতে সৈয়দ গোলাম সরওয়ার নেতৃত্বাধীন ‘হাব ঐক্য কল্যাণ পরিষদ’ পূর্ণ প্যানেল বিজয়ী ঘোষণা করে নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আল মামুন।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কম ট র সদস য

এছাড়াও পড়ুন:

এপ্রিলে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস

বঙ্গোপসাগরে চলতি এপ্রিল মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।    

মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দেশে ৫ থেকে ৭ দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

এতে জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এপ্রিলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সময় দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
 

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ