উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ চার দফা দাবি গণঅধিকার পরিষদের
Published: 1st, March 2025 GMT
সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়ে দেশের চলমান জাতীয় সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণঅভ্যুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ চার দফা দাবি জানিয়েছে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ।
শনিবার (১ মার্চ) রাজধানীর বিজয়নগরে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে যেসব দাবি তুলে ধরা হয় তা হলো-জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণঅভ্যুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুর্নগঠন। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা।
আরো পড়ুন:
পাগলেও ‘মুজিব কোট’ নিতে চায় না: নুর
৫ মাসের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি আছে: নুর
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জনআকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি-বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রীক সরকার গঠিত হয়েছে। যার ফলে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিলো আজ তাতে ফাটল ধরেছে, বিভাজনের সৃষ্টি হয়েছে। যা এই মুহূর্তে জাতির জন্য কোনভাবেই কাম্য ছিলো না। এমতাবস্থায় সরকারের থাকা ৩ ছাত্র উপদেষ্টাদের মধ্যে ১ জন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে।”
তিনি বলেন, “তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সব সময় উৎসাহিত করে, নতুন দলকে স্বাগত জানায়। তবে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটিকয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণসহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি।”
“আমরা বার বার বলে আসছি ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে থাকা গণঅভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে গত ৬ মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়েও সংকট তৈরি হচ্ছে”।
গণঅভ্যুত্থানকেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি মন্তব্য করে নুর বলেন, “আন্দোলনকেন্দ্রিক সেন্টিমিটারের জায়গায় থেকেও ছাত্রনেতারা যদিও পুরানো পথেই হাঁটে সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে। দুঃখজনক হলেও সত্য গত ৬ মাস সেটিই অবলোকন করা গেছে। আন্দোলনকেন্দ্রীক পরিচিত ছাত্রনেতাদের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।এমনকি গতকালকের নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে, গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য।”
বৈষম্যবিরোধী আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতাদের দ্বারা সংগঠিত হয়নি দাবি করে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, “রাজনৈতিক নেতাদের সময়োপযোগী পদক্ষেপ, ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত প্রচেষ্টায় এ গণঅভ্যুত্থান সংগঠিত হয়। কাজেই জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনীম, জসিম উদ্দিন আকাশ, মাহফুজুর রহমান খান, খালিদ হাসান, রবিউল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র ল হক ন র গণঅভ য ত থ ন র গণঅধ ক র প র জন ত ক উপদ ষ ট সরক র র গণহত য ত র জন
এছাড়াও পড়ুন:
আ’লীগের জোটসঙ্গীরা অকূল পাথারে
আওয়ামী লীগের সঙ্গে পথচলার দুই দশকে সাম্যবাদী দলের একমাত্র পাওয়া দিলীপ বড়ুয়ার মন্ত্রিত্ব। ২০০৮ সালে ক্ষমতায় এসে ১৪ দলের শরিক এই দলটির প্রধানকে মন্ত্রী করেছিলেন জোটনেত্রী শেখ হাসিনা। এরপর আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের কোনো পুরস্কারই মেলেনি দলটির। উল্টো এই সময়কালে অন্তত দু’দফা ভাঙনের কবলে পড়ে। বুর্জোয়া সংগঠন ও সরকারের লেজুড়বৃত্তির তকমা দিয়ে নেতারা সাম্যবাদী দল থেকে বেরিয়ে আলাদা দল গড়েন।
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাম্যবাদী দলের রাজনৈতিক অস্তিত্বই হুমকির মুখে। কর্মসূচি দূরে থাক, প্রকাশ্যে দলের নেতাদের দেখা মেলাই ভার। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া অজানা স্থানে ঘাপটি মেরে আছেন। মোবাইল ফোনে অসংখ্যবার কল দিয়েও তাঁর সাড়া মেলেনি।
প্রায় একই অবস্থা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাকি শরিকদের। প্রভাবশালী দুই শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যক্রম হয়েছে সংকুচিত। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু জুলাই গণঅভ্যুত্থানের একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাগারে গেছেন। দু’দলের সাধারণ সম্পাদকের মধ্যে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা ও জাসদের শিরীন আখতার আত্মগোপনে। এ পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টি ভারপ্রাপ্ত দিয়ে এবং জাসদ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম চালাচ্ছে।
বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০০৫ সালের ১৫ জুলাই আত্মপ্রকাশ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। একসঙ্গে আন্দোলনের পর ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসে এ জোট। সে সময় জোটের শরিক দল ছিল ১০টি। ২০১৪ সালের নির্বাচনের পর জাতীয় পার্টি-জেপি, তরীকত ফেডারেশন ও বাসদ (রেজাউর) জোটে যুক্ত হওয়ায় শরিক দল দাঁড়ায় ১৩।
তবে প্রায় ২০ বছরের ঐক্যবদ্ধ পথচলায় ১৪ দলীয় জোটের বড় দুই শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ ভেঙে নেতারা আলাদা দল গঠন করেন। এর পর আরও তিন দফা ভেঙেছে ওয়ার্কার্স পার্টি। একাধিক গুরুত্বপূর্ণ নেতা দল ছেড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কিংবা বিপ্লবী কমিউনিস্ট লীগ নামে নতুন দল গঠন করেন। কেউ কেউ সিপিবিতে যোগ দেন। একইভাবে ভাঙে জাসদও। দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাসহ একটি বড় অংশ বেরিয়ে গিয়ে বাংলাদেশ জাসদ নামে নতুন দল গঠন করে।
১৪ দলের আরেক শরিক সাম্যবাদী দল ভেঙেছে দু’দফা, ন্যাপ ভেঙেছে এক দফা। গণতন্ত্রী পার্টি ভাঙলেও দলটির ব্রাকেটবন্দি দুই অংশ শেষ পর্যন্ত ১৪ দলেই ছিল। তরীকত ফেডারেশন থেকে বহিষ্কৃত কিছু নেতা আলাদা দল গড়েছেন।
জোটের বাকি শরিক দল জাতীয় পার্টি (জেপি), কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি এবং বাসদ (রেজাউর) অবহেলা, অবমূল্যায়ন ও বঞ্চনার ক্ষোভ চেপে রেখেই ১৫ বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে পথ চলেছে।
এদিকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর ক্ষমতাচ্যুত দলটির সঙ্গে ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া ১৪ দলীয় জোটের শরিক দলের ওপরও নেমে আসে বিপর্যয়। রাজনীতির মাঠে নিষ্ক্রিয় হয়ে যায় অধিকাংশ দল। নেতাকর্মী চলে যান আত্মগোপনে। তবে দুই দলের শীর্ষ নেতা মেনন-ইনু গ্রেপ্তারের পরও ওয়ার্কার্স পার্টি ও জাসদ দলীয় কার্যালয়ে ঘরোয়া বৈঠক, বিভিন্ন দিবস পালন এবং বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। তরীকত ফেডারেশন গণঅভ্যুত্থানের পরের সময়ে দু-একটা বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করলেও এখন নিশ্চুপ। অন্য শরিক দলগুলো ছয় মাস ধরেই নিষ্ক্রিয়।
১৪ দলের কয়েকজন নেতা জানান, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট তাদের মারাত্মক রাজনৈতিক সংকটে ফেলেছে। প্রকাশ্যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নিতে পারছেন না তারা।
বিভিন্ন এলাকায় নেতাকর্মীর ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিজীবন বিপর্যস্ত। গণঅভ্যুত্থানের প্রায় সাত মাস পার হলেও দলগুলোর নেতাকর্মীর আতঙ্ক কাটছে না। কেন্দ্র থেকে তৃণমূল– সবখানে একই অবস্থা চলছে। এ অবস্থার অবসান কবে, কীভাবে হবে, সেটি নিয়েও তাদের কাছে কোনো তথ্য নেই। তারা আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশ ও দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের কোনো নেতা এখন পর্যন্ত শরিক দলের কারও সঙ্গে যোগাযোগ করেননি। তবে শরিক দলগুলো একে অন্যের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করছে। এর মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণের চেষ্টা করছে তারা।
সম্প্রতি যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ১৪ দলের শরিক নেতাকর্মীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। সারাদেশে মূলত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও শরিক দলের নেতাকর্মীরাও নজরদারিতে রয়েছেন। ঢাকাসহ কয়েকটি জেলায় শরিক দলের নেতাকর্মীকে হত্যাসহ বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া যেসব মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে, ১৪ দলের নেতাকর্মীকে সেসব মামলায় গ্রেপ্তার করা হতে পারে– এমন ভয়ও কাজ করছে। এ পরিস্থিতিতে গা-ঢাকা দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সমকালকে বলেন, ‘সংকটের মধ্যেও আমরা দলীয় আদর্শ ও নিজস্ব কর্মসূচি নিয়ে দলকে সক্রিয় রাখার চেষ্টা করছি। দলকে যেমন বাঁচিয়ে রাখতে হবে, তেমনি নেতাকর্মীকেও টিকিয়ে রাখতে হবে। আমরা সেই চেষ্টাই করছি।’
একই কথা বলেন তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। তাঁর ভাষায়, বিপর্যয়ের মধ্যে দলকে যতটুকু গুছিয়ে থাকা যায়, সেই চেষ্টা করছি।
বাসদের (রেজাউর) আহ্বায়ক রেজাউর রশীদ খান বলেন, নিজেদের মধ্যে আলোচনা করে দল গুছিয়ে আনার চেষ্টা করছি। আগামী মার্চে জেলা-উপজেলা সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে সাংগঠনিক তৎপরতা শুরু করা হবে।