নিশোর ‘দাগি’ নিয়ে চিন্তিত নন প্রযোজক
Published: 1st, March 2025 GMT
তিন মাস আগে শুরু হয়েছিল ‘দাগি’ সিনেমার শুটিং। অফরান নিশো অভিনীত ছবিটির শুটিং শেষ হয়েছে। শিহাব শাহীন পরিচালিত ছবিটির প্রযোজনায় আছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বললেন, ছবিটি নিয়ে তিনি একদম চিন্তিত নন।
বাংলাদেশের সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ বিভিন্ন এলাকায় শুটিং হয়েছে ‘দাগি’ সিনেমার। দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন আফরান নিশো। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র এবং পরবর্তী সময়ে ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন জনপ্রিয় এই তারকা। ছোট পর্দায় দীর্ঘ সময়ের কাজের অভিজ্ঞতায় ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু। এরপর এক বছরের বিরতি। ২০২৪ সালের শেষ দিকে এসে শুরু করেন ‘দাগি’ সিনেমার শুটিং। এই সিনেমায় নিশোর জুটি হয়েছেন তমা মির্জা।
‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুতিনের ওপর কেন ‘রেগে’ আছেন ট্রাম্প, পরিণাম কী হতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।
পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেনরোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।
ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।
তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প