রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Published: 1st, March 2025 GMT
রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন জ্যেষ্ঠ চিকিৎসকেরা। দেশের অন্য সব হাসপাতালের মতো উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই হাসপাতালটিতেও সাতদিন ধরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। শনিবার (১ মার্চ) থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরাও কর্মবিরতি শুরু করেছেন। ফলে সংকট আরো বেড়েছে।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে ওয়ার্ড রয়েছে ৬০টি। এসব ওয়ার্ডে ২৭৭ জন ইন্টার্ন চিকিৎসক ও প্রায় ১৫০ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা দায়িত্ব পালন করেন। মূলত তারাই রোগী রিসিভ করেন এবং শুরুতে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন।
তারা না থাকার কারণে এখন শুধু হাসপাতালে সরকারিভাবে নিয়োগ পাওয়া প্রায় ৩০০ জন মিড লেভেলের চিকিৎসক দায়িত্ব পালন করছেন। গড়ে প্রতিটি ওয়ার্ডে পাঁচজন করে চিকিৎসক পাওয়া যাচ্ছে। এই পাঁচজন শিফট ভাগ করে ২৪ ঘণ্টায় দায়িত্ব পালন শুরু করেছেন।
আরো পড়ুন:
ধামরাইয়ে বিস্ফোরণে বাসভবনের নিচতলা চূর্ণবিচূর্ণ, দম্পতি দগ্ধ
আট মাস বেতন বন্ধ, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা ব্যাহত
এর বাইরে আগের মতো রাজশাহী মেডিকেল কলেজের প্রায় ১০০ জন অধ্যাপক কিংবা সহকারী অধ্যাপক সকালে একবার ওয়ার্ডে রাউন্ড দিচ্ছেন। ইন্টার্ন চিকিৎসকদের পর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরাও কর্মবিরতিতে যাওয়ার ফলে শুধু সরকারি চিকিৎসক দিয়ে হাসপাতাল চালানো কঠিন হয়ে পড়েছে। ওয়ার্ডে রোগী সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। আবার ওয়ার্ডে সব সময় চিকিৎসক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।
এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে সমাবেশ করেছেন চিকিৎসকেরা। কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের পাশাপাশি জ্যেষ্ঠ চিকিৎসক এবং মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
কর্মসূচিতে তারা বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার এবং শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারীদের রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানানো হয়। তারা বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করার দাবি জানান। রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক ফোরামের সভাপতি ডা.
এ সময় রাজশাহী মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান অধ্যাপক মুর্শেদ জামান মিঞা, ড্যাবের নেতা মনোয়ার তারিক সাবু, সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান সরকার, ডা. এ এসএম আব্দুল্লাহ, ডা. শফিকুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরস অ্যাসোসিয়েশনের রামেক হাসপাতালের আহ্বাক ডা. এটিএম আখেরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতাল কীভাবে চলছে জানতে চাইলে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘‘ওইভাবেই চলছে। কারণ, ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা যেহেতু একটা দাবি করেছেন এবং এখন পর্যন্ত কর্তৃপক্ষ সমাধানের পথ দেয়নি, তাই আন্দোলন চলছে। তারপরও এই সময়ে রোগীরা যাতে সেবা বঞ্চিত না হন তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সরকারি মিড লেভেলের চিকিৎসক ও জ্যেষ্ঠ চিকিৎসকেরা সেবা দিচ্ছেন।’
ঢাকা/কেয়া/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প স ট গ র য জ য় ট ট র ইন ম ড ক ল কল জ চ ক ৎসকদ র চ ক ৎসক র আম দ র কর ছ ন সরক র
এছাড়াও পড়ুন:
চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চলে আসা ইর্ন্টান চিকিৎসকদের সপ্তাহব্যাপী চলমান র্কমবরিতি র্কমসূচি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ক্লাস বর্জন র্কমসূচওি প্রত্যাহার করে নয়িছেনে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে ‘চমেক শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ’ ব্যানারে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবশে অনুষ্ঠতি হয়। এতে ইর্ন্টান চিকিৎসকদের দাবির প্রতি সর্মথন জানিয়ে বক্তব্য দেন চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এবং উপাধ্যক্ষ আবদুর রব। এসময় তারা আদালতের রায় আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান। রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তারা। এরপর কর্মসূচি প্রত্যাহার করে নেয় ইর্ন্টান চিকিৎসকরা।
অধ্যক্ষ মো. জসিম উদ্দীন বলেন, সরকারিভাবে দাবির বিষয়গুলো মীমাংসার চেষ্টা চলছে। ১২ মার্চ আদালতের একটি রায় আসার কথা রয়েছে। তাই আমি সবার প্রতি কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরতে আহ্বান জানাচ্ছি। আমাদের সবার উচিত রায়ের জন্য অপেক্ষা করা।
তসলিম উদ্দীন বলেন, বিএমডিসির নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এই দাবির পক্ষে রয়েছে অনেকেই। পাশাপাশি পাঁচদফা দাবিগুলোও আমরা প্রশাসনের কাছে পাঠিয়েছি। আশা করছি শিগগির এ ব্যাপারে ইতিবাচক নির্দেশনা আসবে।
এই দুই দায়িত্বশীল কর্মকর্তার এমন ইতিবাচক বক্তব্যের পরপরই র্কমবরিতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দেন ইর্ন্টান ডা. আহমদ হাসনাইন। পাশাপাশি ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহাররে ঘোষণা দেন শিক্ষার্থী সাকিব হোসেন।
ডা. আহমদ হাসনাইন বলেন, কলেজ অধ্যক্ষ, হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা র্কমসূচি প্রত্যাহার করে নিয়েছি।
প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করছিলেন চমেকের ইন্টার্ন চিকিৎসকরা।